উষ্ণায়নের যুগে কমছে পাখির সংখ্যা, বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের পাখি গণনায় খোঁজ মিলল ৩৫ রকম প্রজাতির ..
In the era of warming, the number of birds is decreasing, Bishnupur Panchet Forest Division found 35 species in the bird count

The Truth Of Bengal: উষ্ণায়নের যুগে কমছে পাখির সংখ্যা। আদৌও পাখির সংখ্যা কমেছে কিনা তা গণনা করে দেখছে বনবিভাগ। পাঞ্চেত বনবিভাগের উদ্যোগে জলজপাখির সংখ্যা নিরুপণ করা হয়েছে। তথ্য সংগ্রহ করার পর পরিবেশের মাণোন্নয়নে পাখিদের বাঁচানো হোক,চান পরিবেশপ্রেমীরা।
পাখি কেবল বনভূমি বা গাছগাছালিতেই বাসা বাঁধে না, জলাধারও পাখির অন্যতম আবাসস্থল। জলাধারে বিভিন্ন প্রজাতির পাখি বাস করে। বিশেষ করে শীত মরশুমে অতিথি পাখির ভিড় জমে জলাধারগুলোতে। জলাধারে পাখির পাশাপাশি অনেক ধরনের জলজ প্রাণি বাস করে, যেমন : মাছ, ব্যাঙ, সাপ, কচ্ছপ, জলপোকা থেকে শুরু করে আরো অনেক ধরনের প্রাণি। জলাধারে বাস করে বক, সারস, পাশের গাছগাছালিতে মাছরাঙা, কাঠঠোকরা ইত্যাদি বিচিত্র পাখি।এছাড়াও শীতের সময় আনাগোনা বাড়ে পরিযায়ীদের।
- কয়েক হাজার প্রজাতির পাখি বিলুপ্ত হয়েছে
- বেঁচে রয়েছে ৯৯০০ থেকে ১০হাজার প্রজাতির পাখি
- ৩কোটি পাখির সার্বিক অবস্থা পর্যবেক্ষণে রাখা জরুরি
- সমীক্ষায় ১০১টি প্রজাতির পাখি সংরক্ষিত করার প্রস্তাব উঠে আসে
রাজ্যের প্রান্তিক এলাকায় জলজ পাখিদের সংখ্যা কেমন রয়েছে,তা জানতে বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগ পাখি গণনায় এগিয়ে এসেছে।
বিষ্ণুপুর যমুনা বাঁধ সহ আশেপাশের জলাশয়ে গননার শুরুতে গাদোয়াল, ছোট পানকৌড়ী, মেটে রাজহাস, মেঠো আবাবিল, রাঙামুড়ি, সরাল, হরিয়াল, মার্স সারিয়ার, কমন কুট, মোহনচূড়া সহ এমন ৩৫ রকমের প্রজাতির পাখির খোজ পেয়েছে বনদফতর। শুধু পাখির প্রজাতি নয় কত সংখ্যক পাখি রয়েছে তাও খতিয়ে দেখা হবে এই গননা পর্যায়ে। দিনের দিন পরিযায়ী পাখির সংখ্যা কমছে না বাড়ছে তাও বিশেষ ভাবে জানা যাবে এই পরিযায়ী পাখি গননার মধ্য দিয়ে।ডিজিটাল যুগে হোয়াটস অ্যাপ গ্রুপ খুলে প্রচার বাড়ানো হচ্ছে।সবমিলিয়ে পরিবেশপ্রেমীরা চান, ভারসাম্যের পৃথিবী থাক,দিব্যি ডানা মেলে মুক্ত আকাশে ঘুরে বেড়াক পাখিরা।
Free Access