মে’তেই হবে মাধ্যমিক সহ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ! কবে থেকে দেওয়া হবে রেজাল্ট জানুন

The Truth Of Bengal: জীবণের সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক। যদিও প্রথম থেকেই পড়ুয়াদের একাংশ মনে করছিল যে বোধহয় মে মাসের শেষেই হবে ফল প্রকাশ। তবে সে সকল জল্পনার মাঝেই বৃহস্পতিবার ফলাফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। লোকসভা ভোটের মাঝেই হতে চলেছে মাধ্যমিক সহ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। পর্ষদ থেকে জানানো হয়েছে আগামী ২রা মে মাধ্যমিক ও ৮ই মে উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে।
মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা এই দিনগুলিতে ফলাফল প্রকাশের কথা শুনেই কিছুটা দীর্ঘশ্বাস ফেলেছেন পড়ুয়া’রা। যাতে দেরি করে না স্কুল ও কলেজের ভর্তির প্রক্রিয়া তাড়াতাড়ি সারতে পারেন তাঁরা। এবং সূত্রের খবর ওই একই দিন থেকেই মার্কশিট দেওয়া শুরু করবে স্কুলগুলি।
চলতি বছরের ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক যা শেষ হয়েছিল একই মাসের ১২ তারিখ এবং ২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল উচ্চমাধ্যমিক। সুতরাং পরীক্ষার ৮০ দিনের মাথায় মাধ্যমিক এবং ৭০ দিনের মাথায় উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত করা হচ্ছে ৯০ দিন আগেই শিক্ষা বিভাগের পক্ষ থেকে।
আগে যে আদব কায়দায় পরীক্ষার্থীদের খাতা দেখা ও নম্বর আপলোড করা হত, তাতে বেশকিছুটা পরিবর্তন এসেছে। কম্পিউটার ভিত্তিক হওয়ায় ভুল হওয়ার সম্ভাবনা আগের থেকে অনেকটাই কমেছে বলেই দাবী করছে পর্ষদ। যাতে পরীক্ষার পর খাতা দেখা ও নম্বর আপলোড করবার সময় কোনও গাফিলতি বা ভুলত্রুটি না হয় সেই জন্যই এই সিদ্ধান্ত নিতে উপনীত হয়েছে মাধ্যমিক পর্ষদ এর পর উচ্চমাধ্যমিক সংসদ। তাছাড়াও এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ সহ আগামী বছরের দিনক্ষণও ইতিমধ্যেই জানিয়েছে বোর্ড। যেখানে বলা হচ্ছে, ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন ডে’র দিন যা চলবে ২৪শে ফেব্রুয়ারি পর্যন্ত এবং একই সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ থেকে যা চলবে ১৮ তারিখ পর্যন্ত।