রাজ্যের খবর

মালদায় উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ১

Illegal firearms recovered in Malda, 1 arrested

Truth Of Bengal: বৃহস্পতিবার ভোররাতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স একটি সফল অভিযান চালিয়ে মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকার পিটিএস মোড় সংলগ্ন অঞ্চল থেকে এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম সঞ্জিত কুমার  তিওয়ারি (৩৮)। তিনি বিহারের ভাগলপুর জেলার বাসিন্দা।

এসটিএফ-এর একটি বিশেষ দল গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সঞ্জিতকে আটক করে। এরপর তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগপত্র তল্লাশি করে তার কাছ থেকে মোট ৮টি পাইপগান উদ্ধার করা হয়। এগুলি সবই বেআইনি আগ্নেয়াস্ত্র।

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বিহার থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে মালদহে সরবরাহ করার উদ্দেশ্যে এসেছিল। অস্ত্র পাচারচক্রের সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনায় বৈষ্ণবনগর থানায় একটি মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে এই বেআইনি অস্ত্র কোথা থেকে সংগৃহীত হয়েছে এবং এগুলি কার কাছে সরবরাহ করার কথা ছিল।

পাচারচক্রের উৎস ও গন্তব্য—দুই দিকেই তদন্ত চালানো হচ্ছে। এমন একটি অভিযানের মাধ্যমে এসটিএফ ফের প্রমাণ করল যে তারা রাজ্যের নিরাপত্তা রক্ষায় কতটা সজাগ। এলাকায় বেআইনি অস্ত্র পাচারের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামী দিনেও চালানো হবে বলে জানিয়েছে তারা।

Related Articles