রাজ্যের খবর
জয়নগরে উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র, ধৃত ১
Illegal firearms recovered in Jaynagar, 1 arrested

Truth Of Bengal: একটি ওয়ান সাটার ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার। বুধবার এমনি ঘটনা ঘটে জয়নগরে। গোপন সূত্রে খবর পায় জয়নগর থানার অন্তর্গত কাঁসারিপাড়া এলাকায় এক যুবক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। এরপর সূত্রের তথ্যের গুরুত্ব দিয়ে জয়নগর থানার পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছয় এবং ওই যুবককে ধরে ফেলে।
এরপর ওই যুবকের কাছ থেকে একটি দেশি ওয়ান সাটার এবং এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ধৃতের নাম আনসার উদ্দিন মল্লিক, বাড়ি বিলপাড়া এলাকায়। তবে ধৃত আনসার উদ্দিন ওই আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেয়েছে এবং কি কারণে রাতের বেলায় কাঁসারি পাড়াতেই আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল, সে ব্যাপারে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। ধৃত আনসার উদ্দিন কে বৃহস্পতিবার বারুইপুর আদালতে পাঠানো হয়।