রাজ্যের খবর
বড়সড় সাফল্য উত্তরবঙ্গ পুলিশ প্রশাসনের! উদ্ধার লক্ষাধিক টাকার মাদক
Illegal Drug captured in bagdogra

Bangla Jago Desk: শিলিগুড়ি মহকুমার বাগডোগরা এলাকা থেকে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ একজনকে গ্রেফতার করল বাগডোগরা থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত বাগডোগরা এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ।
এরপর সেখানে এক যুবকে আটক করে পুলিশ। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার। পরে ওই যুবকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃতের নাম করন ওরাও(১৮)। সে খরিবাড়ি ব্লকের গৌড়সিং জোতের হারি বস্তি এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে ২৬৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।
Free Access