রাজ্যের খবর

পুজোর অনুদান নিতে গেলে মন্ডপে টাঙাতে হবে মুখ্যমন্ত্রীর ছবি! নিদান বিধায়কের

If you want to take donations for puja, you will have to hang the Chief Minister's picture in the mandap! Nidan MLA's

Truth Of Bengal, Barsa Sahoo : পুজোর অনুদান নিতে গেলে মন্ডপে টাঙাতে হবে মুখ্যমন্ত্রীর ছবি! এবার এমনই এক নিদান দিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। এদিন বিধায়ক বললেন, “ছবি টাঙানোয় আপত্তি থাকলে পুজোর অনুদান নেবেন না।” এমনই এক কথা বলতে শানা গেল ভাতারের তৃণমূল বিধায়ককে। এই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে যায় ভাতার এলাকায়। তবে একজন তৃণমূল বিধায়ককের এহেন মন্তব্যে তৃণমূল দলের কোন দায়বদ্ধতা নেই বলে দাবি একাংশের। এই মন্তব্য একান্তই তার একার।

আজ অর্থাৎ সোমবার গোটা রাজ্যে সরকারের সাহায্য যে সমস্ত পুজো কমিটিরা সরকারি আর্থিক সাহায্য পাচ্ছেন তাদেরকে চেক বিতরণ করা হচ্ছে। সেখানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী।

এদিনের ভাতার থানায় চেক বিতরণ অনুষ্ঠানে তিনি মঞ্চ থেকে বলেন, “আমি পুজো কমিটিদের বলব আপনারা মুখ্যমন্ত্রীর ছবি প্রতিটি পূজা মণ্ডপে টাঙান। যদি না টাঙান তাহলে আপনারা এই আর্থিক সাহায্য নেবেন না”। এই বক্তব্য নিয়ে শোরগোল এলাকায়। এলাকার বিধায়ক হয়ে এরূপ মন্তব্য করায় স্বাভাবিকভাবেই শোরগোল পড় যায় গোটা এলাকায়।

তবে এই ঘটনা আজকেই প্রথম নয়, এর আগেও বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছিলেন বর্ধমানের ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। কিন্তু তাই বলে একটি সরকারী অনুষ্ঠানে একজন জনপ্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে এমন হুঁশিয়ারি কি তিনি দিতে পারেন? সেই নিয়েই উঠেছে প্রশ্ন।