মোদির গ্যারান্টি মানে ‘জুলুম-জুমলাবাজি’, বিজেপিকে ভোট দিলে ‘সব কেড়ে নেবে’,তোপ মমতার
If you vote for BJP, you will take away everything, says Mamata

The Truth of Bengal: জলপাইগুড়ির ধূপগুড়িতে ভোট প্রচারে এসে বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেন,দেশের আইন মানছে না তৃণমূল কংগ্রেস।আবারও তাঁর মুখে গ্যারান্টির কথা শোনা যায়। তার জবাব রবিবার পুরুলিয়ার সভা থেকে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো বক্তব্যে তুলে ধরেন,কিভাবে বিজেপি মানুষকে হয়রানি করে, অভিন্ন দেওয়ানি বিধি থেকে সিএএ মাধ্যমে সমাজের শান্তি কেড়ে নিচ্ছে।
তাঁর আরও অভিযোগ, বিজেপি যেভাবে সংবিধান মানছে না।তাতে আগামীদিনে সংরক্ষণ থাকবে কি না জানা নেই।এরমধ্যে ক্যা পাশ করিয়েছে বিজেপির সরকার।তাতে মমতার আশঙ্কা, নিজের ধর্ম মতো বিয়ে করতে পারবেন না মানুষ। সবার ঘর কেড়ে নেবে।বাংলায় সাহস থাকলে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করুক বিজেপি ।কিন্তু অশান্তি বা প্ররোচনা ছড়িয়ে দাঙ্গা করতে পারবে না।রামনবমী উপলক্ষে বাংলায় শান্তি বজায় রাখার বার্তা ছড়িয়ে দিতে শান্তিরাম মাহাতো সহ তৃণমূল নেতৃবৃন্দকে শান্তি মিছিল করার নির্দেশ দেন।
দিল্লিতে বদলই যে তাঁর পাখির চোখ তা আবারও বুঝিয়ে দিয়েছেন বিজেপি বিরোধী শিবিরের নেত্রী।জনতাকে মমতার ডাক ‘‘তৃণমূলকে ভোট দিন। নয়তো আগামী দিনে ভারতবর্ষ অটুট থাকবে না। যাঁরা ঘৃণা-হিংসা আর মানুষের সব কিছু কেড়ে নিতে চায় তাঁদের অর্থের প্রলোভন বা ভয়ের কাছে মাথা নত করে ভুলেও ভোট না দেওয়ার খোলামেলা আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।