রাজ্যের খবর

হাওড়ায় গুলি কাণ্ডে সাসপেন্ড চন্ডীতলা থানার অপসারিত আইসি

IC of Chanditala police station suspended in Howrah shooting incident

Truth Of Bengal: হাওড়ায় গুলি কাণ্ডে সাসপেন্ড চন্ডীতলা থানার অপসারিত আইসি। এই ঘটনায় মঙ্গলবার জয়ন্ত পালকে সাসপেন্ড করল পুলিশের শীর্ষ কর্তারা। এই ঘটনায় ইতিমধ্যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে।

শুক্রবার হাওড়ায় গুলিবিদ্ধ হয়েছিলেন হুগলির চণ্ডীতলা থানার আইসি। এরপর ঘটনায় রহস্যের ঘনঘটা তৈরি হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে নিজের এলাকা ছেড়েছিলেন ওই পুলিশ আধিকারিক। অফিসিয়াল কাজে নয়, ব্যক্তিগত কাজে হুগলির চন্ডীতলা থেকে হাওড়ায় এসেছিলেন তিনি। তার গাড়িতে যে তরুণী ছিলেন সমাজমাধ্যম থেকেই আলাপ হয়েছিল বলে সূত্রের খবর।

এমনকি এর আগেও বেশ কয়েকবার ওই তরুণীকে নিয়ে গাড়িতে করে বেরিয়েছিলেন বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে আলাপ ছিল ওই তরুণীর সঙ্গে। সূত্রের খবর, তদন্তে উঠে এসেছে চন্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল চন্ডীতলা থানা এলাকা ছেড়ে মাঝেমধ্যেই ওই তরুণীকে নিয়ে ঘুরতে বেরোতেন। সাধারণত থানার দায়িত্বে থাকা আধিকারিকরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে এলাকা ছাড়তে পারেন না।

এক্ষেত্রে সরকারি নিয়ম লঙ্ঘন করেছেন বলেই খবর মেলে। সেই অনুযায়ী কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে তাঁকে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে। নিজের সার্ভিস রিভলবার থেকেই এই ঘটনা বলে এমনটাই খবর মিলেছিল প্রাথমিক সূত্রে।  ধারণা করা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রহস্য ঘনীভূত হয় এই গুলি কাণ্ডে। এমনকি ঘটনার সময় ওই পুলিশ আধিকারিকের সঙ্গে ছিলেন এক মহিলাও। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছিল আহত পুলিশ আধিকারিকের নাম জয়ন্ত পাল। তাঁর হাতেও গুলি লেগেছিল। ঘটনার সময় তাঁর সঙ্গে থাকা ওই মহিলার চোখে মুখেও রক্ত ছড়িয়ে পরে।

Related Articles