‘আধঘন্টায় যাদবপুরকে ঠান্ডা করে দেব”, হুশিয়ারি বিজেপি বিধায়কের
'I will make Jadavpur cold in half an hour', warns BJP MLA

Truth Of Bengal: সম্প্রতি যাদবপুর নিয়ে চরম অশান্তি শুরু হয়েছে শহরে। আন্দোলন শুরু করেছে পড়ুয়ারা। আর তারই মাঝে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি বিধায়ক। বাঁকুড়ার ওন্দায় কর্মী সম্মেলন থেকে বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, “যাদবপুরে তৃনমূল সিপিএম লুকোচুরি খেলা চলছে, আধ ঘন্টা সময় দিলে যাদবপুর ঠান্ডা করে দেবে বিজেপি ও এবিভিপি”।
‘আধঘন্টায় যাদবপুরকে ঠান্ডা করে দেব”, হুশিয়ারি বিজেপি বিধায়কের pic.twitter.com/JhSzem9GYa
— TOB DIGITAL (@DigitalTob) March 9, 2025
তাঁর দাবী গত বিধানসভা নির্বাচনে তৃনমূল, সিপিএম ও সংখ্যালঘুরা একদিকে আর বিজেপি আর একদিকে ছিল। সেই সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার উদ্যেশ্যেই যাদবপুরে এই অশান্তি জিইয়ে রাখা হচ্ছে।
দিন কয়েক আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থা করা-সহ তাঁর গাড়িতে ভাঙচুর করা থেকে শুরু করে দুই পড়ুয়ার আহত হওয়ার ঘটনায় উতপ্ত রয়েছে শহরতলি। একদিকে এসএফআই, অতি বামপন্থি সংগঠনগুলি ক্লাস ও পরীক্ষা বয়কটের সিদ্ধান্তে অনড় রয়েছে। আরেকদিকে বিজেপি বিধায়কের এমন মন্তব্যে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চাঞ্চল্য।