“কিছু ভুল করিনি”, জগন্নাথধাম দর্শন বিতর্কে সপাট জবাব দিলীপ ঘোষের
"I did nothing wrong", Dilip Ghosh's clear response to Jagannath Dham darshan controversy

Truth Of Bengal: বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ আবারও খবরের শিরোনামে। দিঘার জগন্নাথধাম মন্দিরে গিয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি। তাঁর এই সফর ঘিরে দলীয় অন্দরে দেখা দিয়েছে ক্ষোভ, কেউ কেউ প্রকাশ্যে অসন্তোষও দেখিয়েছেন। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে—তবে কি ঘাসফুল শিবিরের দিকে পা বাড়াচ্ছেন দিলীপ? তবে সব জল্পনার জবাব দিলেন দিলীপ ঘোষ নিজেই।
খড়গপুরে এক চা চক্রে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, “সব ঠিক আছে, টেনশন নেবেন না।” তিনি বলেন, “আমি দলের কোনও নির্দেশ অমান্য করিনি। বিজেপি একটি গণতান্ত্রিক দল। কে মন্দিরে যাবে, কে মসজিদে যাবে, সেটাও দল কখনও ঠিক করে দেয় না।”
এই মন্তব্যের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। পাশাপাশি দলের একাংশকে কটাক্ষ করে বলেন, “দলের কিছু বাজনদার খুব চিন্তায় রয়েছেন। তারাই নীতি বানাচ্ছেন, নিয়ম ঠিক করছেন। আমি বলব, এত ভাবার কিছু নেই। বিজেপি যেমন ছিল, তেমনই আছে।”
জগন্নাথধাম দর্শনের বিতর্কের মাঝেই স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে সোমবার ঝাড়গ্রাম গিয়েছিলেন দিলীপ। যদিও রাতে ফিরে আসেন খড়গপুরে এবং মঙ্গলবার সকালে চা চক্রে যোগ দেন।
চা চক্রে দাঁড়িয়েই জানালেন, “অক্ষয় তৃতীয়ায় অনেকেই অনেক প্রোগ্রাম করেছেন, কেউ কারও অনুমতি নিয়ে করেননি। আমি চ্যালেঞ্জ করে বলছি, কিছু ভুল করিনি।”
শেষে হালকা মেজাজে জানালেন, আজ তিনি গ্রামে যাচ্ছেন স্ত্রীকে নিয়ে। বাইকে করে গ্রাম ঘোরার পরিকল্পনা তাঁর। দল ছাড়ার প্রশ্নে চুপ থেকে বরং নিজের ছন্দে জবাব দিলেন দিলীপ—“বগল বাজাবেন না, বিজেপি নিজের জায়গাতেই আছে।”