বৌদির সাথে পরকীয়া স্বামীর! প্রতিবাদের জেরে অ্যাসিড খাইয়ে খুন স্ত্রীকে
Husband had affair with his sister-in-law! Wife was killed by being given acid due to protest

Truth Of Bengal: বৌদির সাথে পরকীয়া। প্রতিবাদ করায় নিজের স্ত্রীকে অ্যাসিড খাইয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, পুরাতন মালদা থানার ভেস্টপাড়া এলাকায়। জানা গেছে মৃত গৃহবধূর নাম সুচিত্রা চৌধুরী। সাত বছর আগে কালু চৌধুরীর সাথে তার বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকে তাদের বৈবাহিক সম্পর্ক ঠিকভাবে চললেও গত এক বছর ধরে তাদের এই সম্পর্কে চির ধরে।
তাদের দুজনের মধ্যে প্রতিনিয়ত বচসা চলতে থাকে। এরপর একদিন সুচিত্রা জানতে পারে তার স্বামীর নিজের বৌদির সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। এই কথা জানতে পেরে সুচিত্রা প্রতিবাদ জানালে তাঁকে খুন করা হয় বলে এমনটাই অভিযোগ ওঠে।এরপর এই ঘটনা জানতে পেরে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশকে। তারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরপর তারা ওই মহিলার দেহকে উদ্ধার করে। ইতিমধ্যে ওই মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।