রাজ্যের খবর

স্বামীকে স্টেশন ছেড়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল স্ত্রী-র

Husband died in an accident on the way home from the station

The Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:-  স্বামীকে কাজের জন্য স্টেশন ছাড়তে এসে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল স্ত্রীর! ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার অন্তর্গত বহুরূপা এলাকায়। জানা গিয়েছে নারায়ণগড় ব্লকের ৭ নম্বর কাশীপুর অঞ্চলের বাসিন্দা টুকু ভক্তা সাইকেলে করে স্বামী বাচ্চুকে কাজের জন্য নারায়ণগড় রেল স্টেশন ছাড়তে এসেছিলেন, মৃত টুকু ভক্তার স্বামী উড়িষ্যায় শ্রমিকের কাজ করতেন। এদিন রেল স্টেশন থেকে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যান গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় তার।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগড় থানার পুলিশ। মৃত ওই মহিলার দেহ উদ্ধার করে। দুর্ঘটনাগ্রস্থ পিক সাইকেল ও পিকআপ ভ্যান আটক করার পাশাপাশি ময়না তদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে নারায়ণগড় থানার পুলিশ। ঘটনায় চোখের ছায়া নেমে এসেছে পরিবারে।

Related Articles