রাজ্যের খবর

নিজের স্ত্রীকে নৃশংসভাবে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর

Husband brutally murders wife, surrenders at police station

Truth of Bengal:মাধব দেবনাথ,নদিয়া: ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর ধর থেকে মাথা আলাদা করে থানায় গিয়ে  আত্মসমর্পণ অভিযুক্ত স্বামীর। নৃশংস খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। উল্লেখ্য মঙ্গলবার রাতে শান্তিপুরের ৯ নম্বর ওয়ার্ডের  পটাপুটি তোলা এলাকার বাসিন্দা বুদ্ধদেব সরকার, স্ত্রী শ্রাবণী সরকার। মেয়ে দশম শ্রেণীর ছাত্রী জলি সরকার। একমাত্র মেয়ের অভিযোগ, বাবা বুদ্ধদেব প্রায় মায়ের সাথে অশান্তি করত, এছাড়াও আইপিএল খেলা সহ বিভিন্ন গেম খেলাই আসক্ত ছিল বাবা। সেই নিয়ে প্রতিবাদ করত মা।

মঙ্গলবার রাত্রি আটটা নাগাদ টিউশন সেরে বাড়ি ফিরে দেখে ঘরের মধ্যে পড়ে রয়েছে, আস বটি। খাটের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মায়ের ধর থেকে মুন্ডু আলাদা দেহ। মেয়ের চিৎকারে ছুটে আসে স্থানীয়রা, এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। অন্যদিকে স্ত্রীকে নৃশংসভাবে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত বুদ্ধদেব সরকার।

মেয়ে জলি সরকারের একটাই দাবি বাবার ফাঁসি হোক। ঘটনাস্থলে জায় রানাঘাট পুলিশ জেলার এসডিপিও সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা, এরপর পরিবারের সাথে কথা বলে কিভাবে এই খুনের ঘটনা ঘটলো তা জানার চেষ্টা করে।তবে গোটা পরিবারের এখন একটাই দাবি অভিযুক্তের ফাঁসি চাই। তবে খুনের রহস্য উদঘাটন করতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। বুধবার মৃতদেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে, আর ধৃতকে তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। স্বভাবতই মঙ্গলবার রাতের ঘটনায় এখনো স্তম্ভিত গোটা এলাকার মানুষ।

Related Articles