রাজ্যের খবর
লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণার পরেই দেয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু হাওড়ায়
Howrah started campaigning by writing on the walls after the announcement of candidates for the Lok Sabha constituency

The Truth Of Bengal, দেবাশীষ গুছাইত, হাওড়া: রবিবার জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে ঘাসফুল শিবির। তেমনি হাওড়া সদরের লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হয়। তিনবারের সাংসদ ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। এবারেও দলের তরফ থেকে তার নাম ঘোষণা করায় দলের কর্মীদের মধ্যে উচ্ছ্বস লক্ষ্য করা যায়।
সোমবার সকাল ১১ টার নাগাদ হাঁসখালি পোল বকুলতলা নামক এলাকায় দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরী ও দক্ষিণ হাওড়ার ব্লক সভাপতি সৈকত চৌধুরী প্রার্থীর নাম দেয়াল লিখন করলেন আর এর মধ্য দিয়ে প্রচারের পর্ব শুরু করে দিলেন বলাই যায়।
FREE ACCESS