কলকাতারাজ্যের খবর

কতগুলো হাসপাতাল স্বাস্থ্য সাথীর আওতায়- জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

How many hospitals are under Swasthya Sathi - Health Minister Chandrima Bhattacharya informed

Truth Of Bengal: জয় চক্রবর্তী: ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পের আওতায় রাজ্যের কতগুলি হাসপাতাল রয়েছে তা বৃহস্পতিবার রাজ্য বিধানসভার অধিবেশনে জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই মুহূর্তে ২৯১৪ টি হাসপাতাল স্বাস্থ্য সাথীর আওতায় রয়েছে।

বিধানসভায় বিধায়ক সুকান্ত তাদের প্রশ্নের উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, স্বাস্থ্য সাথীর কার্ডেই রয়েছে ফোন নম্বর। এখানে ফোন করলেই রোগীর পরিবারকে সঠিক গাইড করে দেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী অধিবেশনে জানান, যদি কোন হাসপাতালে রোগী নিতে অস্বীকার করে তাহলেও সেই ফোন নাম্বারে অভিযোগ করা যাবে।

Related Articles