রাজ্যের খবর

গলার নলি কাটা অবস্থায় গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য জঙ্গিপাড়ায়

Housewife's bloody body found with throat slit, tension in Jangipara

Truth of Bengal: রাকেশ চক্রবর্তী, হুগলি: হুগলির জঙ্গিপাড়া থানার ফুরফুরা ফুলবাগান এলাকায় এক গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর দেড়টা নাগাদ আফসানা বেগম (৩৬) নামে ওই মহিলাকে নিজের ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তৎক্ষণাৎ তারা খবর দেন জঙ্গিপাড়া থানায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মহিলার গলার নলি ধারালো অস্ত্র দিয়ে কেটে খুন করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতার দিদির দাবি, তার বোন বাড়িতে একাই থাকতেন। স্বামী মাঝে মধ্যে আসতেন। তাদের পাঁচ সন্তান বাইরে থাকে। এছাড়া, মৃতার স্বামীর একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল বলেও জানান তিনি। পুলিশের অনুমান, খুনের পেছনে খুব ঘনিষ্ঠ কেউ থাকতে পারে। ঘটনাটি খতিয়ে দেখছে তদন্তকারীরা।

Related Articles