গৃহবধূকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি! স্বামীর বিরুদ্ধে সাহসী পদক্ষেপ
Housewife threatened with firearm! Brave action against husband

Truth Of Bengal: সান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: এক গৃহবধূর উপর তার স্বামীর লাগাতার শারীরিক ও মানসিক নির্যাতনের শেষ সীমানা ছাড়িয়ে যাওয়ার পর, সেই গৃহবধূ সাহস করে আইনের শরণাপন্ন হলেন। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার বড়আকনা গ্রামে। অভিযুক্ত স্বামীর নাম মঙ্গল ভুইয়া। দীর্ঘদিন ধরেই তিনি নিজের স্ত্রী বুলটি ভূঁইয়ার উপর নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিলেন। শুধু শারীরিক নিগ্রহ নয়, সম্প্রতি তিনি আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ।
ঘটনার সূত্রপাত অনেকদিন আগেই, যখন মঙ্গল ভুইয়ার আচরণে পরিবর্তন লক্ষ্য করেন তার স্ত্রী। বিভিন্ন সময় অকারণে মারধর, গালিগালাজ, মানসিক অত্যাচার চলতেই থাকত। এই নির্যাতনের বিষয়টি নিয়ে শ্বশুরবাড়ির অন্য সদস্যদের কাছে অভিযোগ জানিয়েও কোনো সহানুভূতি বা প্রতিকার পাননি বুলটি দেবী। একাধিকবার সহ্য করেও যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির মতো ভয়ঙ্কর ঘটনা ঘটে, তখন আর দেরি না করে বুলটি ভূঁইয়া চন্দ্রকোনা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত তৎপরতা দেখায়। অভিযুক্ত মঙ্গল ভুইয়া ও তার এক বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত জানা যায়নি এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে সংগ্রহ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অস্ত্রটির উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তদন্ত চলছে।
এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতদের আজ ঘাটাল আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। এই ঘটনার মাধ্যমে একদিকে যেমন উঠে এসেছে গৃহবধূ নির্যাতনের নির্মম বাস্তবতা, অন্যদিকে একজন মহিলার সাহসিক পদক্ষেপ সমাজে একটি বার্তা দিচ্ছে—অত্যাচারের বিরুদ্ধে মুখ খোলা জরুরি।