রাজ্যের খবর

ধান সেদ্ধর ড্রাম বাস্ট হয়ে ঘটনাস্থলে মৃত গৃহবধূ, চাঞ্চল্য এলাকায়

Housewife died on the spot due to rice cooker drum bust

Truth Of Bengal : দক্ষিণ ২৪ পরগনা : বাবলু প্রামানিক : ধান সিদ্ধের ড্রামবাস্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হল গৃহবধূর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর দু নম্বর ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের নরেন্দ্রপুর এলাকায়।

জানা যায়, এই এলাকায় ধান সিদ্ধ করে চাল তৈরির কাজে লিপ্ত প্রায় পরিবার। ধান সিদ্ধ করা হয় বড় একটি মাটির তৈরি উনান, দুটি ড্রাম বসানো থাকে উনানে আগুন ধরালে সেই বাষ্প ড্রাম গুলিতে যায় আগুনের জালনায় বাষ্পতে ধানগুলো সিদ্ধ হয় প্রতি ড্রামে থাকে প্রায় এক কুইন্টাল ধান।

দুটি ড্রামে দুই কুইন্টাল ধান একই সঙ্গে বাষ্পের সাহায্যে সিদ্ধ হতে থাকে। প্রতিদিন ন্যায় আজ ভোরে সুপর্না হালদার নামে গৃহবধূ ধান সিদ্ধের জন্য উনানের কাছে যায়, হঠাৎ একটি ড্রাম বি কট আওয়াজ করে বাস্ট হয়, দূরে ছিটিয়ে পড়ে গৃহবধ ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই মর্মান্তিক মৃত্যুতেই এলাকায় রয়েছে শোকের ছায়া। রায়দিঘি থানার পুলিশ ঘটনাস্থলে এসে ময়না তদন্তের জন্য মৃতদেহ নিয়ে যায়।

Related Articles