মহেশতলায় হেলে পড়ল বাড়ি, আতঙ্কে এলাকাবাসী
House tilts in Maheshtala, locals in panic

Truth Of Bengal: বাঘাযতীন, ট্যাংরা, গার্ডেনরিচ, এন্টালির পর এবার বজবজ। মঙ্গলবার বজবজের মেটিয়াব্রুজ বিধানসভা এলাকার মহেশতলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পাঁচুরপাশি পাড়া মোড়ের কাছে হেলে পড়ল দুটি বাড়ি। ঘটনায় আতঙ্কে বাড়ির মালিক থেকে আরম্ভ করে পাশাপাশি মানুষজন।
মহেশতলায় হেলে পড়ল বাড়ি, আতঙ্কে এলাকাবাসী pic.twitter.com/Ip78SPdNTq
— TOB DIGITAL (@DigitalTob) February 11, 2025
এই ঘটনায় এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, বিল্ডিংগুলি আনুমানিক ৭ থেকে ৮ বছর আগে নির্মাণ করা হয়েছে। আরও জানা যায় সরকারি জায়গার উপরেই নির্মাণ করা হয়েছে এই বিল্ডিং।
তবে এই ঘটনার জানাজানি হতেই মহেশতলা পৌরসভার পক্ষ থেকে পরিদর্শনে যান পৌরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিকরা। পাশাপাশি রবীন্দ্রনগর থানা থেকে পরিদর্শনে যান পুলিশ আধিকারিক। এছাড়াও পার্শ্ববর্তী এলাকার মানুষজন জানান তারা এই ঘটনায় খুবই আতঙ্কে আছেন। তবে ঘরটি তৈরীর এক বছরের পর থেকে ওই বাড়িটি কিছুটা হেলা দেখা যায়।
মহেশতলা পৌরসভার পৌর প্রধান দুলাল দাস জানান, পৌরসভা থেকে আধিকারিকরা ওই এলাকায় গিয়েছিলেন। তারা ওই বাড়িটি ভেঙে দেওয়ার জন্য নোটিশ করতে বলা হয়েছে। যদি না ভাঙ্গে তাহলে আইনি ব্যবস্থা নিয়ে যা করণীয় অবশ্যই করা হবে।