ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাড়ি, দিশাহারা পরিবার
House gutted in horrific fire, family in despair

Truth of Bengal: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি বসতবাড়ি, যার ফলে চরম দুর্দশার মুখে পড়েছে একটি গোটা পরিবার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মাড়গ্রাম থানার অন্তর্গত হাসান এক নম্বর পঞ্চায়েতের সন্তোষপুর গ্রামে। পুড়ে যাওয়া বাড়িটি ছিল মিঠু মেহেনার। রাতের অন্ধকারে হঠাৎ আগুনের শিখা ও ধোঁয়া দেখতে পান এলাকার স্থানীয় বাসিন্দারা, তখনই তাঁরা ছুটে আসেন ঘটনাস্থলে।
ঘটনাটি এতটাই আকস্মিক ও ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িটিতে। ঘরের ভেতরে কেউ না থাকায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি, তবে পরিবারের গচ্ছিত সমস্ত আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, জামাকাপড় এমনকি রান্নার সামগ্রী পর্যন্ত আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বাড়িটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হওয়ায় বর্তমানে মিঠু মেহেনা ও তাঁর পরিবার চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায় আনুমানিক লাখ দুয়েক টাকার ক্ষতি হয়। স্থানীয় বাসিন্দারাই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তৎপর হন এবং তাঁদের প্রচেষ্টায় কিছুটা হলেও আগুন নেভানো সম্ভব হয়।
এই অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। তবে সঠিক কারণ জানার জন্য মাড়গ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে প্রাথমিক তদন্তের কাজ শুরু করেছে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনার পর থেকে পরিবারটি মানসিকভাবে চরমভাবে ভেঙে পড়েছে। একটি মুহূর্তেই তাঁদের মাথার ছাদ, জীবনভর জমানো সম্পত্তি ও স্মৃতির সব চিহ্ন আগুনে বিলীন হয়ে গেছে।