রাজ্যের খবর

ঝাড়গ্রামে হাড় হিম ঘটনা! এলোপাতাড়ি কুড়ুলের কোপে মৃত ১, জখম ৩

Horrific incident in Jhargram! 1 dead, 3 injured in random axe attack

Truth Of Bengal: একের পর এক কুড়ুলের কোপ। আর তাতেই মৃত্যু এক মহিলার। আহত ৩ জন মহিলা। ঝাড়গ্রামের বিনপুর থানার অন্তর্গত এড়গোদা অঞ্চলের ধুধুপাল গ্রামের ঘটনা। মঙ্গলবার রাত ১০ টার সময় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে অশান্তি চরম আকার নেয়।

অভিযুক্ত রঞ্জিত পাতর নামে এক ব্যক্তি তার নিজের বৌদিকে কুড়ুল দিয়ে মাথায়, হাতে আঘাত করতে থাকে। সেই ঘটনা দেখে আহত মহিলার মেয়ে এবং বৌমা ছুটে এলে তাদের মাথায় কুড়ুলর আঘাত করে। আটকাতে গেলে হাতেও কোপ মাড়ে কুড়ুলের। লুটিয়ে পড়ে মেয়ে আর বৌমা। প্রতিবেশী রা ছুটে এলে তাদের দিকে কুড়ুল নিয়ে তেড়ে যায় এবং প্রতিবেশী এক মহিলার হাতে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এর পরই বাড়ি ছেড়ে সরে পড়ে দুষ্কৃতি।

তড়িঘড়ি এলাকার সাধারণ মানুষ একত্রিত হয়ে মৃত রাধারানী পাতর সহ আহত ৩ জনকে গুরুতর আহত অবস্থায় শিলদা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। ডাক্তাররা দেখার পর রাধারানী পাতর কে মৃত বলে ঘোষণা করে এবং মৃতর মেয়ে অঞ্জলি দাস ছেলের বউ জয়িতা পাতর এবং প্রতিবেশী চম্পা সবর এই ৩ জনকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার বিশাল পুলিশ বাহিনী সহ বিনপুর থানার আইসি কে নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয় অভিযুক্ত রঞ্জিত পাতরকে নিরস্ত্র করে অস্ত্র সমেত গ্রেফতার করে। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক আছে।

হাইলাইট

  • ঝাড়গ্রামের বিনপুর থানার ঘটনা
  • এড়গোদা অঞ্চলের ধুধুপাল গ্রামে এই ঘটনা
  • পারিবারিক বিবাদকে কেন্দ্র করে অশান্তি
  • অশান্তির জেরে এলোপাতাড়ি কুড়ুলের কোপ
  • ঘটনায় অভিযুক্ত রঞ্জিত পাতার
  • ঘটনায় মৃত্যু হয়েছে রাধারানী পাতারের
  • গুরুতর জখম আরও তিনজন

Related Articles