রাজ্যের খবর

জগন্নাথপুরে ২৭ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত ২

Horrific accident on National Highway 27 in Jagannathpur, 2 seriously injured

Truth Of Bengal: বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমার জগন্নাথপুরে ২৭ নম্বর জাতীয় সড়কের উপর ঘটল একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ঘটনাস্থলে একটি ১৬ চাকার ডাম্পার দাঁড়িয়ে ছিল। সেই সময় ঘোষপুকুরের দিক থেকে আসা একটি কার্বন ডাই-অক্সাইড ভর্তি ট্রাক অনিয়ন্ত্রিতভাবে এসে দাঁড়িয়ে থাকা ডাম্পারের পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে কার্বন ডাই-অক্সাইডের গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং তার ভিতরে চালক ও খালাসী আটকে পড়েন।

বিকট শব্দে চমকে গিয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তৎক্ষণাৎ পুলিশে খবর দেন। খবর পেয়ে বিধান নগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি কেটে চালক ও খালাসীকে উদ্ধার করে। প্রায় দু’ঘণ্টা পর দুজনকে গুরুতর আহত অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

এই দুর্ঘটনার কারণে ২৭ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। অপরদিকে, দুর্ঘটনার পরেই ডাম্পারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি চলছে।

Related Articles