রাজ্যের খবর

শান্তিপুরে ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত বৃদ্ধা

Horrific accident on National Highway 12 in Shantipur, elderly woman dies

Truth Of Bengal: আবারও মর্মান্তিক দুর্ঘটনা ১২ নম্বর জাতীয় সড়কে। শান্তিপুর পাঁচপোতা এলাকার বাসিন্দা, ৯৩ বছর বয়েসি কুমারী দাস সোমবার ভোরে রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বৃদ্ধা অসুস্থতাজনিত কারণে সেভাবে হাঁটাচলা করতে পারতেন না। কীভাবে তিনি বাড়ি থেকে বেড়িয়ে জাতীয় সড়কে এলেন, সে বিষয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়েছে।

দুর্ঘটনার পর প্রথমে পথচলতি মানুষ দেহটি শনাক্ত করতে পারেননি, কারণ একের পর এক গাড়ির চাকা তাঁর শরীরের ওপর দিয়ে চলে যাওয়ায় মৃতদেহটি ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পড়েছিল। পরে স্থানীয় বাসিন্দারা হাতের আঙ্গুল দেখে তাকে শনাক্ত করেন। শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরবর্তীকালে ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়।

পরিবার সুত্রে জানা গিয়েছে, স্বামীর মৃত্যুর পর বৃদ্ধা মেয়ের বাড়িতেই থাকতেন। শারীরিক অসুস্থতার পাশাপাশি তাঁর কিছু মানসিক সমস্যাও ছিল। তবে পরিবারের দাবি, এটি নিছকই দুর্ঘটনা, আত্মহত্যা নয়। তাঁদের অনুমান ভোরবেলা হয়তো তিনি রাস্তার ওপারের কোনও পরিচিতের বাড়িতে যাওয়ার উদ্যেশে বেড়িয়ে পড়েছিলেন।

স্থানীয় বাসিন্দারা মনে করেছেন, শিশু ও প্রবীণদের ক্ষেত্রে বাড়ির লোকেদের আরও সতর্ক থাকা উচিত, বিশেষত যারা শারীরিক ও মানসিকভাবে দুর্বল।

এ বিষয়ে শান্তিপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে বৃদ্ধা জাতীয় সড়কে পোঁছালেন এবং ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটলো সব দিকে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণ মহিলার এই মর্মান্তিক মৃত্যু স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর দাগ কেটে গেল।

Related Articles