রাজ্যের খবর

ভয়াবহ অগ্নিকাণ্ড সোনামুখীর জঙ্গলে ,দাউ দাউ করে জ্বলছে গাছপালা

Horrible fire in Sonamukhi forest, burning trees

The Truth Of Bengal : ভোটের বাজারে এ-এক অন্য চিত্র। একটা মন ভালো করা ছবি। দাও দাও করে জ্বলছিল সোনামুখীর জঙ্গল। স্কুলে পরীক্ষা দিতে আসছিলেন সোনামুখী ব্লকের খাগ জুনিয়ার হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র সৌম কর্মকার। নজরে আসে জঙ্গলে আগুন লাগার দৃশ্য।

প্রাণপন ছুটে আসে স্কুলে ঘটনার কথা জানাই সহপাঠীদের এবং স্কুলের শিক্ষকদের। সময় অপচয় না করে স্কুল থেকে জঙ্গলের উদ্দেশ্যে ছুটতে থাকে ছাত্র-ছাত্রীরা এবং শিক্ষকরা। হাতের কাছে যে যা পেয়েছে তাই দিয়েই আগুন নেভানোর চেষ্টা করে ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা। দেখা যায় কেউ গাছের ডালা ভেঙে কেউ ধুলোবালি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে খুদে পড়ুয়ারা।

প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে, এরপর দীর্ঘ সময় পরে ঘটনাস্থলে আসে বনদপ্তরের কর্মীরা। তবে কে বা কারা এই আগুন লাগিয়েছে তা জানা না গেলেও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কোন অসাধু ব্যক্তি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন।খাগ জুনিয়র হাই স্কুলের খুদে পুরুষদের দাবি এইভাবে জঙ্গলে আগুন লাগালে পরিবেশে অক্সিজেনের ঘাটতি হবে। ছোট চারা গাছ নষ্ট হবে। মৃত্যু হবে জঙ্গলের পশু পাখির থেকে শুরু করে ছোট ছোট প্রাণীদের ।স্কুলে পুঁথিগত বিদ্যার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের পরিবেশ সম্বন্ধে এতটা সচেতন দেখে খুশি এলাকার মানুষজন।

Free Access

Related Articles