রাজ্যের খবর

ভরদুপুরে গৃহস্থ বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন

Horrible fire in a house in Bharadupur, fire engine at the spot

Truth Of Bengal: নদিয়া, মাধব দেবনাথ: গৃহস্থের বাড়িতে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার আসবাবপত্র, টিভি, জামাকাপড়। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটে নদীয়ার রানাঘাট থানা এলাকার আনুলিয়ায়। মহকুমা হাসপাতালের ঠিক পিছনেই একটি বাড়িতে এদিন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বাড়ির এক মহিলা সদস্য প্রথমে বিষয়টি খেয়াল করেন। দেখেন, বাড়ির দোতলা থেকে অস্বাভাবিক গরম নামছে। সন্দেহ হওয়ায় উপরতলায় যান তিনি। তখন দেখেন, একটি ঘরে রীতিমত দাউ দাউ করে জ্বলছে আগুন। সঙ্গে সঙ্গে তারা খবর দেন দমকলে।

কিছুক্ষণের মধ্যেই একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের ঘন্টাখানেকের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে আরও বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল পরিবার। যদিও কি কারণে এই ভয়াবহ আগুন লাগলো তা অজানা পরিবারের কাছে, শর্ট সার্কিট থেকে আগুন নাকি অন্য ভাবে আগুন লাগলো সেটাও পরিষ্কার বলতে পারছে না তারা। যদিও রানাঘাট থানার পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখন সবকিছু আগুনে পুড়ে ছারখার হয়ে যাওয়ায় সর্বস্বান্ত পরিবার। রয়েছে চোখে মুখে আতঙ্কের ছাপ।

Related Articles