অফবিটরাজ্যের খবর
Trending

গঙ্গার তীরে রোমান ক্যাথলিকদের ঐতিহাসিক চার্চ, ভারতবর্ষের অন্যতম প্রাচীন গির্জা…

Historic Roman Catholic Church on the banks of the Ganges at Bandel.

The Truth Of Bengal: বাসলিকা অফ দি হোলি রোজারি যার পোশাকি নাম ব্যান্ডেল চার্চ। ১৫৯৯ সালে হুগলির ব্যান্ডেলের গঙ্গার তীরে রোমান ক্যাথলিকদের ঐতিহাসিক এই চার্চ টি গড়ে ওঠে। এই সময় এখানে বাণিজ্য করতে এসেছিল পর্তুগিজরা যারা এটি নির্মাণ করেন।

সারা ভারতবর্ষ জুড়ে যে কটা প্রাচীন গির্জা রয়েছে তার মধ্যে অন্যতম  ব্যান্ডেলের এই গির্জাটি ।খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে এটা একটি পবিত্র স্থান। প্রতিবছর শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে থেকেও বহু পর্যটক ব্যান্ডেলের এই  গির্জা টি দেখতে আসেন ।এর অনিন্দ্য সুন্দর স্থাপত্য লক্ষ লক্ষ মানুষকে আকর্ষিত করে। আর মাত্র কয়েকদিন বাকি তারপরই বড়দিন, বা ক্রিসমাস  ,তাই অন্যান্য চার্চের সঙ্গে ব্যান্ডেলের ঐতিহাসিক খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রার্থনা কেন্দ্র টি সেজে উঠেছে সুন্দর ভাবে, শুধু বড়দিন নয়  ডিসেম্বর এবং জানুয়ারি মাস ভোর ব্যান্ডেল চার্চের মন মোহিনী স্থাপত্য দেখতে আসেন দূর-দূরান্তের মানুষেরা। তবে ২৫ ডিসেম্বর এবং পহেলা জানুয়ারি বন্ধ থাকে ব্যান্ডেল চার্চ, অত্যাধিক পর্যটকদের ভীড়ের কারণে। তবে এখানকার মূল ফটকের সামনে যে গোশালাটি গড়ে উঠে তা দেখতে পান দর্শকেরা।

সম্পূর্ণ  আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে চার্চ টি এর আলোর বর্ণছটায় এক মায়াবী রূপ পেয়েছে চার্জ সংলগ্ন পুরো এলাকাটি। ২৪  ডিসেম্বর রাত দশটায় থেকে শুরু হয় প্রার্থনা, চলে মধ্যরাত পর্যন্ত।  তবে ঐ দিন শুধুমাত্র খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরাই যোগদান করেন বিশেষ প্রার্থনায়।। শীত কাল মানে বেড়াবার সময়, আর হুগলি জেলার যে সমস্ত দ্রষ্টব্য স্থানগুলি রয়েছে যেখানে প্রতিবছর হাজার হাজার মানুষ বেড়াতে যান তাদের মধ্যে ব্যান্ডেল চার্চ অন্যতম।  প্রতিদিনই কয়েক হাজার মানুষ আসেন এই ব্যান্ডেলে এখানকার  মা মেরির মূর্তিটির অনিন্দ্য সুন্দর রূপ যা দেখে মুগ্ধ হন লক্ষ লক্ষ মানুষ। এদিকে ২৫ শে ডিসেম্বরের পর থেকে পুরো জানুয়ারি মাসভর এইখানে যে মানুষের সমাগম হয়, তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয় প্রতি বছর। ভিড় সামলা বার জন্য প্রচুর পরিমাণে পুলিশ মোতায়ন করা হয় মূল ফটকের বাইরে, প্রায় মেলার রূপ নেয় পুরো এলাকাটা , বান্ডেল চার্চে ভিতরটাও সুন্দরভাবে সাজানো হয়, বিশেষ করে চার্চের বাগানটি। সবমিলিয়ে আগামী বড়দিনে ব্যান্ডেল চার্চ  দর্শনের জন্য অপেক্ষা করছে শুধুমাত্র খ্রিস্ট ধর্মাবলম্বী নয় এর সঙ্গে অন্যান্য হাজার হাজার পর্যটকরা ।

Free Access

Related Articles