রাজ্যের খবর

অতিবৃষ্টিতে বেড়েছে নদী ভাঙন! জমি হারিয়ে সমস্যায় এলাকাবাসী

Heavy rains have increased river erosion

The Truth of Bengal: অতিবৃষ্টি ও পাহাড় থেকে নেমে আসা জলে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কোচবিহারে। নদী ভাঙনে নাজেহাল তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। নাওয়া খাওয়া বন্ধ হয়ে গিয়েছে এলাকাবাসীর। দিনে-রাতে আতঙ্কে দিন কাটছে তাদের। বর্ষার শুরুতেই নদী ভাঙন কোচবিহারের তুফানগঞ্জে। বিস্তীর্ণ এলাকায় ভাঙন শুরু হয়েছে। তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের উল্লার খাওয়াঘাট এলাকার বাসিন্দারা রয়েছে দুশ্চিন্তায়। কয়েকশো বিঘে জমি চলে গিয়েছে নদীগর্ভে।

গত কয়েকদিনে ব্যাপক বৃষ্টিতে জলস্ফীতি ঘটেছে উত্তরবঙ্গের প্রায় সবগুলি নদীতেই। বাদ যায়নি তুফানগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ নদী রায়ডাক। ভয়াল আকার ধারণ করেছে। সেই নদীর ফুঁসতে থাকা জলে চলছে ভাঙন। উল্লার খাওয়া এলাকার কয়েকশো গ্রামবাসী আতঙ্কে আছে। স্থানীয় বাসিন্দা দয়াল দাস জানান, আন্দরন ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত এই এলাকা দীর্ঘদিন থেকেই ভাঙন কবলিত। প্রশাসনকে জানিয়ে কোনও কাজ হয়নি বলে দাবি। বিজেপি বিধায়ক মালতী রাভা রায়ের কাছেও দরবার করেছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু, তাতেও কোনও কাজ হয়নি বলে দাবি ভাঙন কবলিত এলাকার মানুষের।

বাড়কোদালি এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান মনোরমা বর্মন জানান, ভাঙন নিয়ে সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করা হয়েছে। জলস্ফ্রীতি থাকার কারণে কাজে অসুবিধা হচ্ছে। জল কিছুটা কমলে সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে। তবে এই ক’দিনে এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে বলেও স্বীকার করে নেন তিনি। ভাঙতে ভাঙতে আরও এগিয়ে আসছে নদী। আতঙ্কে রাতের ঘুম উড়েছে এলাকাবাসীর। এলাকাবাসী চাইছে, ভাঙন মোকাবিলায় এমন কোনও ব্যবস্থা করা হোক যেতে পাকাপাকি রোধ করা যায় এই সমস্যা।

Related Articles