রাজ্যের খবর

অসময়ে নিম্নচাপ! সবজি চাষে ক্ষয়ক্ষতির আশঙ্কা

Heavy rain effect on vegetable farming

The Truth of Bengal: নিম্নচাপের জেরে অসময়ে বৃষ্টি। যার ফলে পাকা ধান ও শীতকালীন সবজি চাষে ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। রাজ্য কৃষি দফতরের মুখ্য আবহাওয়াবিদ মৃণাল বিশ্বাস জানিয়েছেন, এই সময় বেশি বৃষ্টি চাষের জন্য অনেকটাই ক্ষতিকর। জেলায় জেলায় শীতের সব্জির চাষ শুরু হয়েছে। বৃষ্টি একটু বেশি হলেই সেসব সব্জিখেতের ফসল নষ্ট হয়ে যাবে। তাই কৃষি ও আবহাওয়া দফতর কৃষির সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানোর জন্য একগুচ্ছ পরামর্শ দিয়েছে।

দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, হাওড়া, নদীয়া, পূর্ব বর্ধমান জেলায় বৃহস্পতিবারের মধ্যেই ধান কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। এখনও যাঁরা আলু চাষ শুরু করেননি, তাঁদের কয়েকদিন অপেক্ষা করতে হবে। চাষের মাঠ থেকে জমা জল দ্রুত বের করার আগাম ব্যবস্থা রাখার পাশাপশি এখন সার, কীটনাশক ইত্যাদি জমিতে দিতে নিষেধ করা হয়েছে। শক্তিশালী নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হবে। তা‌ই বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের মৎস্যজীবীদের সমুদ্রে না থাকার জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে।

সবৃহস্পতিবার সকাল থেকেই শহর কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশের মুখ ভার। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। দক্ষিণবঙ্গে আজ থেকে ১৮ তারিখ পর্যন্ত চলবে বৃষ্টি। বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ১৮ তারিখের পর বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, নিম্নচাপের কারণে বৃহস্পতিবার সারাদিনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

Free Access

Related Articles