দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সাথে বৃষ্টির ইঙ্গিত, বুধবার থেকে স্বস্তির সম্ভাবনা
Heat wave in South Bengal with hints of rain, relief likely from Wednesday

Truth of Bengal: বর্তমানে দক্ষিণবঙ্গের আবহাওয়া অত্যন্ত রুক্ষ ও অস্বস্তিকর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলছে এবং ১২ মে (সোমবার) পর্যন্ত এর প্রভাব বজায় থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সতর্কতা। দিনের তাপমাত্রা অনেকটাই বেশি থাকায় গরমের দাপটে নাজেহাল হতে হচ্ছে রাজ্যবাসীকে।
তবে এই গরমের মাঝে রয়েছে সাময়িক স্বস্তির আশা। রবিবার থেকেই শুরু হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পুরুলিয়ায়। যদিও এই বৃষ্টি তাপপ্রবাহ দূর করবে না, তবে কিছুটা প্রশান্তি এনে দিতে পারে।
১২ ও ১৩ মে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। বজ্রপাত ও দমকা হাওয়ার সঙ্গেও থাকতে হবে সতর্ক।
১৪ মে (বুধবার) থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা বাড়বে। কলকাতা সহ বিস্তীর্ণ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও কোনও বড়সড় সতর্কতা নেই, তবে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া পরিস্থিতিকে সাময়িকভাবে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। এই বৃষ্টি অস্বস্তিকর গরম কিছুটা হ্রাস করতে সাহায্য করবে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।
এদিকে, উত্তরবঙ্গেও ক্রমে গরম বাড়ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার অঞ্চলে আগামী দিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। তবে এই অঞ্চলে ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে, যা কিছুটা স্বস্তি এনে দিতে পারে। এই অবস্থায় রাজ্যবাসীকে আবহাওয়া দফতরের নির্দেশ মেনে চলা এবং যথাযথ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।