দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের দাপট, কমছে না গরমের আঁচ
Heat wave dominates South Bengal, heat wave not abating

Truth Of Bengal: এপ্রিলের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জনজীবন অতিষ্ঠ করে তুলেছে তীব্র গরম। সাময়িক বৃষ্টির পর আবারও আকাশ শুকনো। রোদের তেজ বাড়তে বাড়তে এখন চরমে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বরং আগামী কয়েক দিন আরও বাড়বে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এক ধাক্কায় তাপমাত্রা পাঁচ থেকে ছয় ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বুধবার থেকে শনিবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে জারি হয়েছে লাল সতর্কতা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ২৬শে এপ্রিলের আগে উল্লেখযোগ্য কোনও আবহাওয়ার পরিবর্তন হবে না। রবিবার থেকে দু-একটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও সামগ্রিক ভাবে পরিস্থিতি থাকবে শুষ্ক ও রুক্ষ।
তীব্র গরমে অসুস্থতা এড়াতে আবহাওয়া দফতরের তরফে পর্যাপ্ত জলপান, রোদে না বেরোনো এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।