ফাঁসির সাজায় আপত্তি নির্যাতিতার পরিবারের
Hearing of RG kar case in High Court is over, verdict postponed

Truth Of Bengal: হাইকোর্টে আর জি কর মামলার শুনানি শেষ। সঞ্জয়ের সর্বোচ্চ সাজায় আপত্তি নির্যাতিতার পরিবারের। রায়দান স্থগিত হাইকোর্টে।
এদিন কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার শুনানি হয়। সিবিআই দাবি জানায় এই মামলা করার এক্তিয়ার আর নেই রাজ্যের। পাল্টা রাজ্যের পক্ষে জোরালো সওয়াল করেন রাজ্যের আইনজীবী। রাজ্যের পক্ষে কলকাতা হাইকোর্টে জোরালো আবেদন করা হয় মামলা করার অধিকার নিয়ে। রাজ্যের আইনজীবী বলেন পরবর্তীতে সাজাপ্রাপ্ত অপরাধীর প্যারোলি মুক্তি বা সাজা কমানোর আবেদনের ভিত্তিতে বিচার করতে হবে তো রাজ্যকেই। উদাহরন দেখিয়ে রাজ্যের আইনজীবী এই মামলা করার অধিকার আছে বলে জোরালো দাবি জানান।
অন্যদিকে, সিবিআই-এর পক্ষের আইনজীবী আদালতে বলেন হঠাৎ করে এখন তারা কেন উৎসাহী হয়ে পড়েছে? রাজ্য বিচার প্রক্রিয়ায় ছিল না, তারা আবেদন করেনি, রাজ্য মামলা করতে পারে না, সওয়াল করেন সিবিআই-এর আইনজীবী। রাজ্যের পক্ষে এদিন সঞ্জয় রায়ের শাস্তি বাড়ানোর পক্ষে জোরালো সওয়াল করা হয়। বিচারপতি দেবাংশু বসাক রাজ্যের কাছে প্রশ্ন তোলেন, দুটি মামলা কি গ্রহণ করা সম্ভব? দুটি মামলা সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়ে দায়ের হয়েছে, দুটি মামলার বিষয়বস্তু এক। উদাহরণ দেখিয়ে শাস্তি বাড়ানোর পক্ষে সাওয়াল রাজ্যের।
রাজ্যের মামলা গ্রহণ করা হবে কিনা সেই অংশ নিয়ে শুনানি শেষ হয়েছে। রায় দান আপাতত স্থগিত।