
Truth Of Bengal: সিবিআই এর হাতে গ্রেফতার হওয়ার একদিন পরেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর। সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর। সোমবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হন সন্দীপ ঘোষ। স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই খবর জানানো হয়েছে। সন্দীপের বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়ায় এই পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর#SandipGhosh pic.twitter.com/dF2rPXO0vk
— TOB DIGITAL (@DigitalTob) September 3, 2024
মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হলে দশ তারিখ পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। গত পনেরো দিন টানা সিবিআই জেরার সম্মুখীন হয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। বিভিন্ন মহল থেকে তাঁর গ্রেফতারের দাবিতে আন্দোলন জোরদার হচ্ছিল। অবশেষে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন তিনি।
এর আগে খারিজ করা হয় সন্দীপ ঘোষের সাধারণ সদস্যপদ। আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের এই সদস্য পদ খারিজ করে ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। একটানা ১৫ দিন জিজ্ঞাসাবাদের পর সোমবার সন্ধ্যায় দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। আর তার পরই এই পদক্ষেপ নিয়েছিল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন।
এর আগে দুর্নীতির অভিযোগের FIR-এ সন্দীপ ঘোষের নাম থাকার কারণে তাঁকে তৎকালীন সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছিল। অপরদিকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের IMA-র সদস্যপদ খারিজের জন্যও রাজ্যের শাখা সংগঠনের তরফে আবেদন জানানো হয়েছে।