পেশার তাগিদে কড়া হাতে রক্ষা করেন আইন-শৃঙ্খলা, তারমধ্যে সময় বের করে বাড়িতে করেছেন শখের ছাদ বাগান
He strictly maintains law and order due to his profession, but in the meantime, he takes out time to create a hobby rooftop garden at home.

Truth Of Bengal: পেশার তাগিদে কড়া হাতে রক্ষা করেন আইন-শৃঙ্খলা, তারমধ্যে সময় বের করে বাড়িতে করেছেন শখের ছাদ বাগান। যেখানে চাষ করেছেন পদ্মফুলের। দেশ বিদেশের প্রায় ৩০টির উপর প্রজাতির পদ্মফুল রয়েছে যেখানে। জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের বানারহাট ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা শুভজিৎ পালের বাড়িতে গেলে দেখা যাবে ঐ বিরাট ছাদ বাগান। যিনি কিনা পেশায় পুলিশ কর্মী। আর বর্তমানে কর্মরত রয়েছেন পাশ্ববর্তী কোচবিহার জেলায়।
তবে ছুটি পেলেই বাড়ি ফিরেই চলে সেই পদ্ম বাগানের পরিচর্যা। জানা গেছে, কয়েক বছর আগে রাজ্য পুলিশের চাকরি পান শুভজিৎ। যদিও ছাত্র থাকাকালীন বিভিন্ন বাহারি গাছপালার শখ তার। শখ পূরণ করতে সেই সময় থেকেই একটু একটু করে শুরু করেছিলেন ছাদ বাগান। আর এই মুহূর্তে ছাদের প্রায় সম্পূর্ণ অংশ জুড়ে রয়েছে বাগান। তার মধ্যে সবথেকে আকর্ষণীয় হলো বিভিন্ন প্রজাতির পদ্ম ফুল। পদ্মফুল জলে হয়। আর তাই বাড়ির ছাদে প্লাস্টিকের বড় বড় পাত্রে চাষ করা হয়েছে এই ফুল। তবে এখন কাজের চাপে বাগানে আর সেই ভাবে সময় দিতে পারেন না শুভজিৎ বাবু।
যেকারনে এই মুহূর্তে সেই বাগান দেখভাল করেন তার ভাই সায়ন পাল। তবে রীতিমতো ভাইকে ভিডিও কলিংয়ের মাধ্যমে গাছ পরিচর্যার পদ্ধতি বলে দেন শুভজিৎ। এদিকে ছাদে যেহেতু পদ্মফুল চাষ করা হচ্ছে তাও আবার জলের উপর, কাজেই মশার উপদ্রব হতে পারে। কিন্তু মশার বংশ বিস্তার আটকাতে সেই জলে ছাড়া হচ্ছে গাপ্পি সহ বিভিন্ন রকম মাছ। শুভজিৎ পালের কথায়, “কলেজে পড়ার সময় থেকেই পদ্মফুল চাষ করার ইচ্ছে ছিল। পরবর্তীতে বাড়ির ছাদেই এই চাষ শুরু করি। তবে আমি এটা শখের বশে করলেও অনেকে মনে করলে বাণিজ্যিক ভাবেও এই চাষ করতে পারে। কেননা একবার গাছ লেগে গেলে সেই ভাবে পরিচর্যার দরকার নেই। তবে গাছের দিকে নিয়মিত নজর রাখতে হবে।এটা আমার শখের বাগান। যদিও এখন কাজের চাপে সময় খুব একটা হয় না। তবে ভাইকে সবসময় খেয়াল রাখতে বলি।”