রাজ্যের খবর

প্রেমে বাধা! প্রেমিকার বাবাকে গাড়ি চাপা দিয়ে মারার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে

Lover Killed by car

The Truth of Bengal: প্রেমের বাধা দিতে গিয়ে মেয়ের বাবাকে গাড়ি চাপা দিয়ে মারার অভিযোগ প্রেমিক প্রেমিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে  বীরভূমের নানুর বিধানসভার বোলপুর থানার অন্তর্গত যোজ্ঞনগর গ্রামে। ঘটনার পর এলাকায় চরম চাঞ্চল্য, ঘটনাস্থলে পুলিশ। অভিযোগ বীরভূম জেলার অন্তর্গত নানুর বিধানসভার বোলপুর থানার যোজ্ঞনগর গ্রামের ছেলে মেয়ে রাজু শেখ ও কুতুবা খাতুন, একে অপরকে ভালোবাসতেন। দীর্ঘদিন ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের বাবা-মা সেই সম্পর্কে রাজি ছিল না, তাই মেয়েকে বুঝিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। সেই বিয়েতে রাজিও ছিল মেয়ে কিন্তু বিয়ের সাত দিনের মাথায় মেয়ে বাবার বাড়িতে অষ্টমঙ্গলা পড়তে আসে।

সেই খবর পাই প্রেমিক রাজু শেখ  চারচাকা গাড়ি নিয়ে মেয়ের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে। হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে প্রেমিক রাজু শেখ এর গাড়িতে উঠে পড়ে প্রেমিকা। বাবা মা জানতে পেরে গাড়ির সামনে চলে আসে। প্রেমিক প্রেমিকা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে বাবা-মা প্রতিবাদ করে। কিন্তু প্রেমিক রাজু শেখ মেয়ের বাবা কুদ্দুস শেখের ওপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে প্রেমিকার বাবা । স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধার করে  হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, এখনো রাস্তার মধ্যে মেয়ের বাবার চাপ চাপ রক্ত পড়ে রয়েছে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বোলপুর থানার পুলিশ। মেয়ের পরিবারের অভিযোগ মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়েছে ছেলে, নতুন জামাই এখনো বাড়িতে। প্রতিবাদ করতে গেলে মেয়ের বাবাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে ছেলে। আমরা এই ঘটনায় কঠোর শাস্তি চাই।

Related Articles