রাজ্যের খবর

চোখ হারিয়েও ছাড়েননি সংসারের হাল! লক্ষীর ছড়া এঁকে চলেছেন বৃদ্ধ

He did not lose his eyes and leave the situation of the world! The old man is drawing Lakshi's rhyme

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: তুলির টানে বৃদ্ধের হাতে মাটির সরায় ফুটে উঠেছে লক্ষ্মী নারায়ণ, দুর্গা সহ বিভিন্ন চিত্র। এক চোখের সাহায্যে একে চলেছেন তিনি। জানা যায়, বংশপরম্পরা ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত এ পরিবার। শিল্পীর হাতের ছোঁয়ায় সরাতে ফুটে উঠছে লক্ষ্মী নারায়ণের ছবি।

বৃদ্ধের বর্তমান পরিবারে লোক বলতে রয়েছে ছেলে, স্ত্রী ও ওই বৃদ্ধ আর দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। জানা গিয়েছে, আজ থেকে প্রায় বছর দশেক আগে একটি পথ দুর্ঘটনায় তার একটি চোখ হারাতে হয়। সংসারের হাল ধরতে এক চোখেই দিনরাত ধরে লক্ষ্মীরছড়া একে চলেছেন ওই বৃদ্ধ।

ওই ব্যক্তির নাম চিত্তরঞ্জন পাল আর বাড়ি ফুলিয়ায়। পরিবারের কাছ থেকে জানা যায় এই কাজ সব সময় থাকে না, তাই বাকি সময় চায়ের দোকান করেই সংসার চালান ওই বৃদ্ধ। চিত্তরঞ্জন বাবুর আক্ষেপ, অনেক কষ্ট করে ছেলেকে লেখাপড়া শিখিয়েছি কিন্তু তাও চাকরি হয়নি। এমনকি বর্তমানে আমার বয়স ৭০ হলেও কপালে জোটেনি বার্ধক্য ভাতা। সংসারের হাল ধরতে বাধ্য হয়ে এই বয়সে এসেও রাত দিন করে কাজ করে সংসার চালাতে হচ্ছে।

Related Articles