রাজ্যের খবর

নব্বই বছরের ঐতিহ্য, কলকাতা ও হাওড়ার সঙ্গে যোগাযোগকারী আরেকটি ব্রিজের শুভ জন্মদিন আজ

Happy birthday to another bridge connecting Kolkata and Howrah, a tradition spanning ninety years

Truth Of Bengal: ২৯ ডিসেম্বর হাওড়ার ঐতিহ্যবাহী বালি ব্রিজের শুভ জন্মদিন। এই ব্রিজ ‘বিবেকানন্দ সেতু’ নামেও বিশেষ খ্যাত। প্রতিদিন সকালে বালি ব্রিজের দু- ধারে প্রাত:ভ্রমণকারীরা হাঁটতে আসেন। নিয়মিত উপস্থিত হন। সেই প্রাতঃভ্রমণকারীদের সমবেত চেষ্টায় রবিবার সকালে বালি ব্রিজের জন্মদিন উদযাপন হয়। রংবেরঙের বেলুন দিয়ে বালি ব্রিজের রেলিং সাজানো হয়। আর কেক কেটে এদিন জন্মদিন উদযাপন করা হয়। তারা নিজেদের উদ্যোগে সকলকে এই শুভ দিনে মিষ্টিমুখ করান। জানা গিয়েছে, ঐতিহ্যবাহী বিবেকানন্দ সেতু এবছর ৯৪ বছরে পদার্পণ করল। যা ১৯৩১ সালে স্থাপিত হয়েছিল।

বালি ব্রিজ একমাত্র ব্রিজ, যার মাঝ বরাবর ট্রেন চলাচল করে এবং দু- ধারে যান চলাচল করে। এদিনের সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বর্ষীয়ান প্রাত:ভ্রমণকারী অশোক চ্যাটার্জী। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা অশোক চ্যাটার্জি বলেন, বিগত চার বছর ধরে এই অনুষ্ঠান আমরা পালন করে আসছি। বালি ব্রিজে প্রতিদিন হাঁটতে আসেন দক্ষিণেশ্বর, আলমবাজার, বরাহনগর, বালি ও উত্তরপাড়ার বহু মানুষ। সবাই আমাদের সঙ্গে আছেন। আমরা কেউ শরীরচর্চা করতে বা কেউ চিকিৎসকের পরামর্শ মেনে প্রতিদিন সকালে যারা বালি ব্রিজে হাঁটতে আসি তারা সকলে মিলেই এর আয়োজন করেছি।

প্রতি বছরের মতো এবারেও আমরা সকাল ৬টা নাগাদ কেক কেটে বালি ব্রিজের জন্মদিন উদযাপন করেছি। এরপর নিজেরাই সকলকে মিষ্টিমুখ করিয়ে দিনটি উদযাপন করেছি। এছাড়া এই ব্রিজ সম্পর্কে যার যেটুকু অভিজ্ঞতা আছে তা আমরা আলোচনা করেছি। এভাবেই আমরা দিনটি উদযাপন করি।

Related Articles