পাকা বাড়ি দেওয়ার ‘গ্যারান্টি’, শুধু প্রচারই সার কেন্দ্রের, কেন্দ্রীয় মন্ত্রক জানাল বাস্তব চিত্র
'Guarantee' to Give Mature House, Only Promotion of Fertilizer Centre

The Truth Of Bengal: লোকসভা নির্বাচন আসন্ন। তাদের আমলে উন্নয়নের খতিয়ান তুলে ধরে প্রচার চালাচ্ছে কেন্দ্রের সরকার। বিশেষ গুরুত্ব পাচ্ছে গরিব মানুষের মাথার ওপরে ছাদ দেওয়ার প্রকল্প অর্থাৎ আবাস যোজনা। কিন্তু, তথ্য বলেছে বাংলা সহ অবিজেপি রাজ্য সরকারগুলি পাচ্ছে না টাকা। তবে নিয়মিত টাকা পাচ্ছে ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ বিজেপি শাসিত রাজ্য সরকার। কিন্তু সেই সব রাজ্যেও আবাস-চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয়। উঠে এল পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের রিপোর্টে।
আসন্ন লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি এখনও। তবে তার আগেই উন্নয়নের খতিয়ান তুলে ধরে প্রচার শুরু দিয়েছে কেন্দ্রের সরকার। প্রচারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছেগরিব মানুষের মাথার ওপরে ছাদ দেওয়ার প্রকল্প অর্থাৎ আবাস যোজনা। চার কোটি পাকা বাড়ি নির্মাণ। প্রত্যেকের নিজের পাকা বাড়ির স্বপ্ন পূরণ হবে। যা মোদি সরকারের গ্যারান্টি। ফ্লেক্স ছাপিয়ে গোটা দেশে চলছে প্রচার। কিন্তু, তথ্য বলেছে বাংলা সহ অবিজেপি রাজ্য সরকারগুলি পাচ্ছে না আবাস যোজনার টাকা। তবে নিয়মিত টাকা পাচ্ছে ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ বিজেপি শাসিত রাজ্য সরকার। কিন্তু সেই সব রাজ্যেও আবাস-চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয়। উঠে এল পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের রিপোর্টে।
পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের রিপোর্টে উঠে এল, দেশজুড়ে পাকা বাড়ি দেওয়ার কাজের নিরিখে কেন্দ্রের সরকারের ভূমিকা খুব একটা আশাব্যাঞ্জক নয়। গুজরাট, উত্তরপ্রদেশের মতো ডাবল ইঞ্জিন রাজ্য সহ ১২টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলকে পর্যাপ্ত টাকা দেওয়া সত্ত্বেও তেমন কাজ হয়নি। সম্প্রতি ‘টোয়েন্টি পয়েন্ট প্রোগ্রাম’ সংক্রান্ত ত্রৈমাসিক রিপোর্ট প্রকাশ করেছে পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক। সেখানে গরিবদের জন্য পাকা বাড়ি তৈরির বাস্তব পরিস্থিতি উঠে এসেছে। রিপোর্টে আরও উঠে এসেছে, সময়ে টাকা পেয়েও কাজ শেষ করতে পারছে না বিজেপি শাসিত রাজ্যগুলি। সেখানে উত্তরপ্রদেশ কাজের কোনও হিসেব দেয়নি। বাংলার জন্য অনুমোদিত ১১ লক্ষ বাড়ির টাকাও আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। সব মিলিয়ে বলা যায়, কেন্দ্রের রিপোর্টে উঠে এল কেন্দ্রীয় সরকারের হতাশাজনক চিত্র।
Free Access