রাজ্যের খবর

পূর্ব মেদিনীপুরে সবুজ ঝড়, কৃষি সমবায় সমিতির নির্বাচনে বড় জয় তৃণমূলের

Green storm in East Midnapore, Trinamool wins big in Agricultural Cooperative Society elections

Truth Of Bengal: পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের বেঙ্গিমুদিয়ার কৃষি সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বড় সাফল্য। রাম-বাম জোটের তথাকথিত ‘নন্দকুমার মডেল’ মুখ থুবড়ে পড়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েছে তৃণমূলের কর্মীরা। সবুজ আবিরে মেতে উঠেছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দকুমার ব্লকের দক্ষিণ নারিকেলদা, কামারদা এবং বেঙ্গিমুদিয়া গ্রামের ৫টি বুথ নিয়ে গঠিত এই কৃষি সমবায় সমিতিতে ভোটার সংখ্যা প্রায় ১,৩০০। ৫৫টি আসনের মধ্যে নির্বাচনের আগে ৮টি আসনে বিরোধীরা প্রার্থী দিতে ব্যর্থ হয়, ফলে সেগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় তৃণমূল।

নির্বাচনের সময় শাসকদলের বিরুদ্ধে বিরোধীরা ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলে। বিজেপি এবং সিপিএম একত্রে জোট বেঁধে প্রচারে নামে। কিন্তু ভোটগ্রহণ এবং গণনার শেষে দেখা যায়, তৃণমূল ৫৫টির মধ্যে ৪৮টি আসনে জয়ী হয়েছে, আর বিরোধীরা মাত্র ৭টি আসনে সন্তুষ্ট থাকতে বাধ্য হয়েছে।

নন্দকুমার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শিব শংকর বেরা বলেন, “মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। বিরোধীদের অপপ্রচার মানুষ প্রত্যাখ্যান করেছে। আমরা বিপুল ভোটে জয়ী হয়ে সমবায়টি ধরে রাখতে পেরেছি।”

অন্যদিকে, বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি আশিস মণ্ডল এই ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেন, “ভোটার তালিকায় কারচুপি এবং অর্থের লোভ দেখিয়ে শাসকদল ক্ষমতা দখল করেছে। সাধারণ মানুষকে ভয় দেখিয়েও ভোটে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে।”

এদিন তমলুক ব্লকের আরও একটি সমবায় নির্বাচনে তৃণমূলের জয় ধারা অব্যাহত ছিল। মোট ৯টি আসনের মধ্যে ৬টি আসনে তৃণমূল এবং ৩টি আসনে বিজেপি জয়ী হয়েছে।

এতে নন্দকুমার এবং আশপাশের এলাকায় তৃণমূলের শক্তি বৃদ্ধি স্পষ্ট, যা সামনের দিনগুলিতে জেলার রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Articles