ফের সমবায় নির্বাচনে সবুজ ঝড়, ভুবনখালিতে নিরঙ্কুশ জয় পেল তৃণমূল কংগ্রেস
Green storm again in cooperative elections, Trinamool Congress wins Bhubankhali with absolute victory

Truth Of Bengal: দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ভুবনখালি সমবায় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল তৃণমূল কংগ্রেস। দীর্ঘ ৩০ বছর পর রাজ্যের শাসকদল এই সমবায় ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে নিরবচ্ছিন্ন জয় লাভ করল।
ভুবনখালি সমবায় সমিতির মোট ৯টি আসনে তৃণমূল মনোনয়ন জমা দিয়েছিল। তবে বিরোধী শিবির থেকে কোনও প্রার্থী মনোনয়ন জমা দেয়নি, যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব আসনেই জয়ী হয়েছে ঘাসফুল শিবির। বিশাল এই জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তৃণমূল কর্মী-সমর্থকরা। রবিবার বিজয় উদযাপনে তারা সবুজ আবির খেলায় মেতে ওঠেন।
চুপড়িঝাড়া অঞ্চল তৃণমূল সভাপতি সালাউদ্দিন ঢালি বলেন, “এখন রাজ্যে বিরোধী বলে কেউ নেই। আগামী বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় আমাদের লক্ষ্য।” বাম শিবিরের বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন, “এই সমবায় দীর্ঘদিন বামেদের দখলে ছিল। দুর্নীতির মাধ্যমেই তারা এতদিন ক্ষমতায় ছিল। এখন তাদের লড়াই করার সাহসও নেই।” যদিও বাম শিবিরের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
তবে এই প্রথম নয়, এর আগেও পূর্ব মেদিনীপুরের একাধিক সমবায় নির্বাচনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। তবে একই দিনে নন্দীগ্রামের এক সমবায় নির্বাচনে জয় পেয়েছে বিজেপি, যা রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে।