সন্দেশখালি কাণ্ডে সরব রাজ্যপাল সি ভি আনন্দ বোস
Governor CV Anand Bose in Sandeshkhali scandal

The Truth Bengal : সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার পর ৯ দিন কেটে গিয়েছে। এখনও অভিযুক্ত হিসেবে সন্দেহভাজনের তালিকার শীর্ষে থাকা সন্দেশখালির শাহজাহানের কোনও খোঁজই পাওয়া যায়নি। এই নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
শনিবার সন্ধেবেলা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট বলেন, ”শাহজাহান কি অপরাধী? যদি তাই হয়, তাহলে তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। অ্যাকশন নিতে হবে। কেন তাঁকে ধরা যাচ্ছে না, তা সকলের সামনে বলা হোক।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলার অবনতি এবং খারাপ জিনিসকে বন্ধ করতে না চাওয়া কখনওই সহ্য করা হবে না। সংবিধানে রয়েছে, আদালত রয়েছে এবং রাজ্যপাল রয়েছেন। আইন অনুযায়ী যা করার করা হবে। কে কালপ্রিট সকলেই জানে। যদি না ধরা যায়, কেন ধরা যাচ্ছে না, সর্বসমক্ষে বলা হোক। সত্যি বলা হোক। অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক।
FREE ACCESS