রাজ্যের খবর

পুজোর আগে সুখবর! শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করল এসএসসি

Good news before Puja! SSC has started the teacher recruitment process

Truth Of Bengal: রাজ্য সরকার পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া আরম্ভ করেছে। স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি বৃহস্পতিবার থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করেছে। এসএসসি মোট ১৪,০৫২ জন উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে। এসএসসির ওয়েবসাইটে শূন্যপদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হয়েছে।

কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, এসএসসি আগেই উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের তারিখ ঘোষণা করেছিল। গত শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এসএসসি জানিয়েছে যে বৃহস্পতিবার থেকে কাউন্সেলিং শুরু হবে। ৩ এবং ৪ অক্টোবর এবং পুজোর পরের ২৪, ২৫, ২৮ এবং ২৯ অক্টোবর কাউন্সেলিং হবে। বিধাননগরের এসএসসি অফিসে এই কাউন্সেলিং অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে দশটা থেকে কাউন্সেলিং আরম্ভ হবে। যোগ্য প্রার্থীরা ইতিমধ্যেই এসএসসির ওয়েবসাইট থেকে ১ অক্টোবর থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারছেন। মামলার জটিলতায় উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ বিলম্বিত হয়েছিল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, মামলার জট কাটলে শিক্ষক নিয়োগ করা হবে। কলকাতা হাই কোর্ট আগস্ট মাসের শুনানিতে নির্দেশ দিয়েছিল যে চার সপ্তাহের মধ্যে উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করতে হবে। এসএসসি সেই অনুযায়ী গত বুধবার তালিকা প্রকাশ করেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। কাউন্সেলিংয়ে অংশ নেবেন তাঁরা, যাঁরা ২০১৬ সালের উচ্চ প্রাথমিক টেট পাস করেছেন। প্রথম ধাপের মেধাতালিকায় অসঙ্গতির কারণে ২০২০ সালে কলকাতা হাই কোর্ট নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল। ২০২৩ সালে তালিকা প্রকাশের অনুমতি দেওয়া হয়। এরপর মামলা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল, যার ফলে নিয়োগ আটকে ছিল।

Related Articles