রাজ্যের খবর

বাড়িতে কেউ না থাকার সুযোগে কয়েক লক্ষ টাকার সোনার গহনা চুরি, সর্বস্বান্ত আইসিডিএস কর্মী

Gold jewellery worth lakhs stolen while no one was home, ICDS employee missing

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়াঃ তারাপীঠে ছেলের নামে পুজো দিতে গিয়ে সর্বস্বান্ত এক আইসিডিএস কর্মী। বাড়িতে না থাকার সুযোগ নিয়ে কয়েক লক্ষ টাকার সোনার গহনা লুটপাট দুষ্কৃতীদের। দ্রুত তদন্তে নেমে পুলিশের জালে গ্রেফতার এক অভিযুক্ত। নদীয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের বিলের ধার এলাকার ঘটনা।

জানা যায়, আইসিডিএস কর্মী তুলসী দেবনাথ গত দুদিন আগে তারাপীঠে গিয়েছিলেন তার ছেলের জন্য পুজো দিতে, এদিন প্রতিবেশীরা তাকে ফোন করে জানায় ঘরের প্রত্যেকটি দরজা খোলা। তুলসী দেবনাথ তড়িঘড়ি বাড়িতে এসে দেখে চারটে আলমারি সহ শোকেসের মধ্যে রাখা সমস্ত সোনার গহনা লুটপাট করে দুষ্কৃতীরা। এছাড়াও প্রত্যেকটি ঘর লন্ডভন্ড পরিস্থিতিতে পড়ে রয়েছে। সবমিলিয়ে কয়েক লক্ষ টাকার গহনা খোয়া গেছে বলে দাবি করছেন তুলসী দেবনাথ।

যদিও দুঃসাহসিক চুরির ঘটনা উঠে আসে সিসি ক্যামেরায়, আর সেই সিসি ক্যামেরা দেখে পুলিশ তদন্তে নামে, এরপর পুলিশের হাতে পাকড়াও হয় এক দুষ্কৃতী। তবে এই ঘটনায় এখন সর্বস্বান্ত আইসিডিএস কর্মী তুলসী দেবনাথ। রবিবার শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ আরো দুষ্কৃতীদের খোঁজে শুরু করেছে তল্লাশি অভিযান। সম্প্রীতি, নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি শান্তিপুরেও দিনে রাতে ঘটছে চুরির ঘটনা, পুলিশকে হতে হচ্ছে নাজেহাল। এমত পরিস্থিতিতে চুরির ঘটনা কিভাবে রোধ করা যায় সেই নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে শান্তিপুর থানার পুলিশের।

Related Articles