পুকুরে স্নান করতে যাওয়াই হল কাল, মৃত ১, তদন্তে পুলিশ
Going to bathe in the pond yesterday, dead 1, police investigating

The Truth Of Bengal ঃ হুগলি, রাকেশ চক্রবর্তী : স্কুল ছুটির পর পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক স্কুল ছাত্রের! ঘটনাটি ঘটেছে হুগলি জেলার কোয়ার্টার এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারসহ গোটা এলাকায়।
জানা যায়, বিকাশ বহেরা(১৩) নামে এক স্কুল ছাত্র ভদ্রেশ্বরের একটি বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। আজ অর্থাৎ শনিবার অর্ধ দিবসে স্কুল ছুটির আগে কবাডি খেলার ক্লাস হয়। তাই স্কুল শেষে কয়েকজন বন্ধু মিলে বাড়ি ফিরছিল। স্কুল থেকে কিছুটা দূরে ভদ্রেশ্বর গভঃ কোয়ার্টারের সুইমিং পুলের পাশে একটি পুকুর রয়েছে। সেখানে তারা সাঁতার কাটতে নামে।
বিকাশের বন্ধু অঙ্কিত মৌর্য জানায়, ” কবাধি খেলার খুব গরম লাগায় তারা বন্ধুরা স্নান করতে যায়। পা পিছলে একবার পরে গিয়েছিল বিকাশ। তাকে উপরে টেনে তোলা হয়। আবার পুকুরে নামে সে এবং তলিয়ে যায়। আরও যারা ছিল তারা বিকাশকে উদ্ধার করে স্থানীয় অঙ্কুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।” খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে চলে আসেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারসহ গোটা এলাকায়।
ছাত্রের পরিবারের সদস্য সুশান্ত নায়েক বলেন, ” আজকে শনিবার স্কুলে কবাডি ক্লাস হওয়ার পর ওরা বাড়িতে না জানিয়ে স্নান করতে যায়। বিকাশ অল্প সাঁতার জানত।ওরা চারজন বন্ধু গিয়েছিল। দুজন ডুবে যাচ্ছিল। একজন সুস্থ আছে।
অপরদিকে, ভদ্রেশ্বর থানার পুলিশ জানিয়েছে, ” কয়েকজন ছাত্র স্কুল ছুটির পর পুকুরে স্নান করতে নামে। দুজন ডুবে যাচ্ছিল। জল থেকে তোলার পর একজনের মৃত্যু হয়। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হবে।”