রাজ্যের খবর

শিলিগুড়িতে ডেঙ্গু রুখতে গাপ্পি মাছ ছাড়ল শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব

Gautam Dev, mayor of Siliguri Purnigam released guppy fish to prevent dengue in Siliguri.

The Truth of Bengal : শিলিগুড়িতে ডেঙ্গু রুখতে গাপ্পি মাছ ছাড়ল শিলিগুড়ি পুরনিগম। জানা গিয়েছে শিলিগুড়ি পুরনিগমের ৪৭টি এই গাপ্পি মাছ ছাড়া হয়। গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচির উদ্বোধন করেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ এবং আধিকারিকেরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব বলেন শহর শিলিগুড়ির সব ওয়ার্ডেই এই গাপ্পি মাছ ছাড়লাম। মৎস্য দপ্তরের সহযোগিতায় শিলিগুড়ি পুরনিগমের ৪৭ টি ওয়ার্ডের প্রতিটি জলাশয়েই ছাড়া হবে গাপ্পি মাছ। গত বছরও গাপ্পি মাছ ছাড়া হয়েছিল সেই মাছ এখনো রয়েছে। এই গাপ্পি মাছ মশার লাভাকে ধ্বংস করে খেয়ে নেয় এতে ভারসাম্য বজায় থাকে। এবং আগামীকালও এই গাপ্পি মাছ ছাড়া হবে।

Related Articles