রাজ্যের খবর

জৈব সার তৈরিতে পড়ুয়াদের দক্ষতা অর্জনের লক্ষ্যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

Gauravanga University aims to equip students with skills in making organic fertilizer

Truth Of Bengal: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগ জৈব সার উৎপাদন করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে জৈব সার তৈরির ইউনিট তৈরি হয়েছে। বোটানি বিভাগের পড়ুয়ারা জৈব সার তৈরীর পদ্ধতি শিখছে। পাশাপাশি উৎপাদিত সার বাজারে বিক্রি শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ক্যাম্পাসের মধ্যে এই জৈব সার বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। সম্পূর্ণ জৈব এই সার ৫০ টাকা কেজি দরে বিক্রি করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সার বিক্রি শুরু হয়েছিল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার বিশ্বজিৎ দাস সহ অন্যান্য আধিকারিক, অধ্যাপক ও কর্মীরা। ছাত্রছাত্রীদের হাতে-কলমে সার তৈরীর পদ্ধতি শেখানোর পরিকল্পনা গ্রহণ করা হয় কর্তৃপক্ষের তরফে।

এই সার তৈরির প্রশিক্ষণের মাধ্যমে পড়ুয়াদের সার্বিক উন্নয়ন হবে। সার তৈরি শিখে তারা আগামীতে বিভিন্নভাবে উপকৃত হবে। এই জন্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগ বলে জানা গিয়েছে।

Related Articles