গার্ডেনরিচ বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই ফের বিপর্যয় ! মাথায় ইট পড়ে মৃত্যু মহিলার
Gardenrich disaster without cutting the disaster again! A woman died by falling a brick on her head

The Truth Of Bengal : গার্ডেনরিচের বিপর্যয়ের রেশ কাটতে না কাটতে ফের একবার বহুতলের পাঁচতলার পাঁচিলের একাংশ ভেঙ্গে মাথায় ইট পড়ে গিয়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে উত্তর দমদম পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিরাটি শরৎ কলোনির একটি নির্মীয়মান বহুতলে। এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
সূত্রের খবর, উত্তর দমদম পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শরৎ কলোনিতে শনিবার সন্ধ্যায় হঠাৎ একটি নির্মীয়মান বহুতলের পাঁচতলার পাঁচিলের একাংশ ভেঙে পড়ে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক মহিলা। এরপর মহিলার চিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে এসে দেখেন এক মহিলা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। এরপর এলাকাবাসীরা তাকে উদ্ধার করে চিনার পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই সম্পূর্ণ ঘটনা তদন্তে নেমেছে এয়ারপোর্ট থানার পুলিশ। কিভাবে এই বহুতলের একাংশ খসে পড়ল তা খতিয়ে দেখছেন তাঁরা। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে ওই এলাকায়। হঠাৎ এই নির্মীয়মান বহুতল ভেঙে পড়া নিয়ে উঠছে নানান প্রশ্ন।
প্রসঙ্গত, চলতি মাসে মহানগরে ঘটে গিয়েছিল এক ভয়াবহ দুর্ঘটনা। কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের ফতেপুর ব্যানার্জি পাড়া লেনে একটি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ায় প্রাণ নাশ ঘটেছিল বহু মানুষের। ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এলাকার বিধায়ক তথা মেয়র ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বসু। মুখ্যমন্ত্রী ঘটনাস্থল পরি দর্শনের পর আহতদের দেখতে নার্সিংহোমেও দেখতে গিয়েছিলেন। শুধু তাই নয় মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘোষণা করেছেন ক্ষতিপূরণের।