রাজ্যের খবর

গঙ্গার একাধিক ঘাটে উঠে এলো ঝাঁকে ঝাঁকে মাছ! জানা গেল সম্ভাব্য কারণ

Ganges came up in a number of ghats flocks of fish! Probable cause is known

The Truth of Bengal: আর পাঁচটা দিনের মতো, শুক্রবার দুপুরে অনেকেই এসেছিলেন গঙ্গার ঘাটে স্নান করতে। কিছুক্ষণ বাদেই খেয়াল করেন, কিছু মাছ আচমকা ডাঙ্গায় উঠে আসে। এমনকী বেশ কিছু মাছ ঘাটের কাছেই বিচরণ করতে থাকে। কিছু মানুষ হাতে করেই ধরতে শুরু করেন। দেখা যায়, কিছু মাছ জ্যান্ত, কিছু মৃত।

সময় কিছুটা পেরোতে, এই দৃশ্য আরও জোরালো হয়। ঘাটের কাছে মাছের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। খবর ছড়িয়ে পড়ে। অনেকে ঘাটের কাছে জমা হতে শুরু করেন, বিনা পয়সায় মাছ পেতে। বিকেলেক পর, এই সংখ্যাটা আরও ব্যাপক আকার নেয়। পরে জানা যায় হাওড়ার কেবল একটি ঘাটেই নয়, এমন দৃশ্য ধরা পড়েছে তেলকল ঘাট, শিবপুর ঘাট, রামকৃষ্ণপুরঘাটসহ একাধিক ঘাটে।প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁরা প্রথমে খেয়াল করেন, ঘাটের কাছে কিছু মরা মাছ ভাসছে, পরে দেখা যায়, আরও কিছু মাছ ভেসে বেড়াচ্ছে, খবর প্রায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে, স্থানীয়রা জাল নিয়ে এসে মাছ ধরতে শুরু করেন।

এমন বিচিত্র ঘটনা দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। কিছুজনের মত, গঙ্গায় দূষণের কারণেই এতো মাছের মৃত্যু হয়েছে এবং, বহু মাছ ঘাটের দিকে চলে এসেছে। আর একটা অংশের মত, গঙ্গায় শুশুক বা ডলফিনের একটি প্রজাতি বিচরণ করে। সেই প্রাণী এলেই, মাছেরা ঘাটের দিকে আসতে থাকে। যদিও এই ঘটনার পর প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related Articles