রাজ্যের খবর
Trending

‘মিনি ভারতবর্ষ’র পথে গঙ্গাসাগর ! মেলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক…

Gangasagar Mela Meeting

The Truth of Bengal: কথায় বলে সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার। তাই গঙ্গাসাগরের টানে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ হাজির হয় এই মেলায়। সেই সময় গঙ্গাসাগর হয়ে ওঠে মিনি ভারত। এখন সেই মিনি ভারতবর্ষের সেজে ওঠার পর্ব চলছে।গঙ্গাসাগর মেলা আসন্ন। নির্বিঘ্নে মেলা করতে ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন। মুখ‌্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মেলায় ভিড় নিয়ন্ত্রণ, দুর্ঘটনা মোকাবিলায় ও নজরদারিতে সাগরদ্বীপের সব পরিবহণে জিপিএস ট্র্যাকার লাগানো হবে। এছাড়া আরও একাধিক সিদ্ধান্ত হয়েছে।

ভিনরাজ্য থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসবেন মেলায়। মেলার কয়েকটি দিন মিনি ভারতবর্ষ হয়ে ওঠা গঙ্গাসাগরে এখন অন এক আধুনিক পরিকাঠামো গড়েছে রাজ্য সরকার। আগামী ৮ থেকে ১৫ জানুয়ারি গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হতে চলেছে। নির্বিঘ্নে মেলা করতে ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে জেলা প্রশাসন। মুখ‌্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে নবান্নে আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পূর্ত, জনস্বাস্থ‌্য ও কারিগরি, পরিবহণ, বিপর্যয় মোকাবিলা দফতরের শীর্ষ আধিকারিকেরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মেলায় ভিড় নিয়ন্ত্রণ, দুর্ঘটনা মোকাবিলায় ও নজরদারিতে সাগরদ্বীপের সব পরিবহণে জিপিএস ট্র্যাকার লাগানো হবে। এর মাধ্যমে কেন্দ্রীয় কন্ট্রোলরুম থেকে সমস্ত ভেসেল এবং বাসে নজরদারি চালানো যাবে। একইসঙ্গে কুয়াশায় দৃশ‌্যমানতা কম থাকলে ভেসেল যাতে আটকে না যায়, সেই কারণে তাতে নেভিগেশন লাইটের ব‌্যবস্থাও করা হবে। বৈঠকে ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলাপ্রশাসনের কর্তারাও। গতবারের তুলনায় এবার পুণ্যার্থীর সংখ‌্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তাই শুরু থেকেই পিলগ্রিম ট্র্যাকিং ম্যানেজমেন্ট সিস্টেমকে কাজে লাগতে চায় প্রশাসন। বাবুঘাট-সহ সব প্রান্ত থেকে সাগর অভিমুখে যাওয়া সরকারি ও বেসরকারি গণপরিবহণে ট্র্যাকিংয়ের ব্যবস্থা রাখা হচ্ছে। নজরদারির জন্য চালু করা হচ্ছে মেগা কন্ট্রোল রুমও। গতবারের গঙ্গাসাগরের মেলা প্রস্তুতি খতিয়ে দেখতে জানুয়ারি মাসে গঙ্গাসাগরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাই এবার মুখ্যমন্ত্রী যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে।

Free Access

Related Articles