১২ ডিসেম্বর থেকে টাকা ঢুকবে কৃষকদের অ্যাকাউন্টে
From December 12, the money will enter the farmers' accounts

Bangla Jago TV Desk : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের শেষ দিনে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে পরিষেবা প্রদান করবেন তিনি। কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকদের রাজ্য সরকার চলতি বছরের শেষ কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করবে। এই প্রকল্পের অধীনে নথিভূক্ত থাকা এক লাখ কুড়ি হাজার কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মঙ্গলবার থেকে ধাপে ধাপে পাঁচ হাজার টাকা করে পাঠানো শুরু করবে এমনটাই জানা যাচ্ছে কৃষি দপ্তর সূত্রে। এছাড়াও এই প্রকল্পের অধীনে খেতমজুর এবং বর্গাদারদেরও শেষ কিস্তির ২০০০ টাকা করে দেওয়া হবে।
সম্প্রতি দুর্ভাগ্যজনক ভাবে অকাল বর্ষণের কারণে কৃষকদের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের সমীক্ষা অনুযায়ী যা ক্ষতিপূরণ টাকা হয় সেটা তুলে তুলে দেওয়ার প্রতিশ্রুতি আগেই দেওয়া হয়েছিল। সাধারণত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের এক একর বা তার বেশি জমি রয়েছে এমন কৃষকদের বছরে রবি এবং খরিফ মৌসুমে মোট দুটো কিস্তিতে ১০ হাজার, ও বর্গাদার এবং খেদমজুরদের ৪০০০ টাকা করে দেয়। তবে গত সপ্তাহে নিম্নচাপের কারণে শীতকালীন ফসল ক্ষতির মুখে পড়েছে। ধান থেকে শুরু করে যে কোন শীতকালীন ফসল ক্ষতির মুখে পড়ায় মুখ্যমন্ত্রী এখনই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় ৫০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন।
রাজ্যের প্রায় ১ কোটি ২০ লক্ষ কৃষক যাদের নাম এই প্রকল্পের আয়তায় রয়েছে তারা এই টাকা অবশ্যই পাবেন। রবিবার আলিপুরদুয়ারের একটি সরকারি অনুষ্ঠান থেকেই এই প্রকল্পের আয়তায় থাকা কৃষকদের একাউন্টে আগামী ১২ ডিসেম্বরের মধ্যে ৫০০০ টাকা ঢুকে যাবে এমন কথা ঘোষণা করা হয়। ফল তো, মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই রাজ্যের কৃষক মহলে বেশ খুশি হওয়া রয়েছে।
FREE ACCESS