কোন্নগরের ছোট্টঘর থেকে নাসার শীর্ষ বিজ্ঞানী, গৌতমের আবিষ্কার ভিনগ্রহে জলের সন্ধানে পথ দেখাবে
From a small house in Konnagar to NASA's top scientist, Gautam's discovery will pave the way for the search for water on alien planets

Truth Of Bengal: ছোট ঘর থেকে আকাশ ছোঁয়ার স্বপ্ন যাঁরা দেখেন, তাঁদের কাছে বাস্তব উদাহরণ নাসার বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়। যদিও আকাশ নয় বরং মহাকাশ! নাসার মহাকাশ গবেষণার অন্যতম একজন হলেন হুগলির কোন্নগরের বাসিন্দা গৌতম চট্টোপাধ্যায়। সরকারি স্কুল থেকে পড়াশোনা করে বিজ্ঞানের শীর্ষ স্থানে কর্মরত তিনি। শুধু কর্মরতই নন, বরং একাধিক পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী তথা ভারতের গর্ব ডক্টর গৌতম চট্টোপাধ্যায়।
কোন্নগর নবগ্রামের বাসিন্দা গৌতমবাবু ছোটবেলা থেকেই মেধাবী। নবগ্রাম বিদ্যাপীঠ থেকে স্কুল জীবনের পড়াশোনা শেষ করে শিবপুর বিই কলেজে ইলেকট্রনিক্স নিয়ে স্নাতকোত্তার করেন। তার পরে সেখান থেকে আমেরিকার পাড়ি দেন ডক্টরেট করতে। শেষ ১৪ বছর ধরে তিনি কর্মতর ন্যাশনাল অ্যারোনটিক্স স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা-তে।
নাসা প্রতিবছর মহাকাশ বিজ্ঞানের সঙ্গে যুক্ত বিভিন্ন বিজ্ঞানীদের বিশেষভাবে সম্মানিত করে থাকে। সেই মতো ২০২৩ সালে তরুণ বিজ্ঞানী হিসাবে পিপলস লিডারশিপ অ্যাওয়ার্ডে তাঁকে সম্মানিত করেছে নাসা। ছোট থেকেই অভাব অনটনের মধ্যে বড় হয়ে ওঠেন গৌতমবাবু। তবে সনামধন্য বিজ্ঞানী হওয়ার পরেও একফোঁটা বদলায়নি তাঁর জীবন যাপন। এখনও বাড়ি এলে পাড়ার বন্ধুর দোকানেই আড্ডা দিতে দেখা যায় তাঁকে। বাড়িতে বসে পরিবারের সঙ্গে সময় কাটাতেই ভালবাসেন তিনি।
শুধুমাত্র বাঙালি বিজ্ঞানী হিসাবে নয়, গৌতম চট্টোপাধ্যায় সমগ্র বিজ্ঞানের জগতের এক উজ্জ্বল নক্ষত্র। ইতিমধ্যে তিনি একটি যন্ত্র বানিয়েছেন, যা জলের রং নির্ণয় করতে পারে। অন্য কোনও গ্রহে জল আছে কি না, সেই বিষয়ে তথ্য সংগ্রহ করবে তাঁর যন্ত্রটি। পৃথিবীর বাইরে আর কোন কোন গ্রহে প্রাণের সঞ্চার রয়েছে, সেই সমস্ত নানান তথ্য জানা যাবে তাঁরই আবিষ্কারের মধ্যে দিয়ে।
দিন কয়েক আগেই তিনি ফিরেছেন নিজের বাড়ি হুগলির কোন্নগরে। বাইরে থাকলেও তাঁর মন সারাক্ষণ পড়ে থাকে বাড়ির জন্য। তাইতো ছুটি পেলেই তিনি সোজা চলে আসেন নিজের বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে। এত বিশ্ববরেণ্য একজন মানুষ হওয়ার পরেও একদম সাদামাটা তাঁর জীবন যাপন। এরকম একজন মানুষ সত্যিই নজির সেই সমস্ত মানুষদের কাছে, যাঁরা ছোট ঘর থেকে বড় স্বপ্ন দেখার সাহস করেন।
নাসায় কর্মরত বঙ্গ সন্তান ডঃ গৌতম চট্টোপাধ্যায় ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির একজন ভিজিটিং প্রফেসর। এর আগে খড়্গপুর ও বেঙ্গালুরু আইআইটিতে তিনি অধ্যাপনা করেছেন। নাসার একাধিক মিশন যেমন, অ্যাস্ট্রোফিজিকস, প্ল্যানেটরি সায়েন্স এবং আর্থ অবজার্ভেশনস-এর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন।